বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যে সবার জন্য নিরাপদ ইন্টারনেট সহজলভ্য করতে কাজ করা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন বন্ধের ঘোষণা দিয়েছেন সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (ডব্লিউডব্লিউডব্লিউ) জনক স্যার টিম বার্নার্স-লি। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর গত ১৫ বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালুর জন্য কাজ করছিল অলাভজনক সংস্থাটি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের কার্যক্রম শুরুর সময় বিশ্বের মাত্র ২০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেতেন। বর্তমানে এ সংখ্যা প্রায় ৭০ শতাংশ।
পৃথিবীকে বদলে দেওয়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (ডব্লিউডব্লিউডব্লিউ) জনক স্যার টিম বার্নার্স-লি জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও নিরাপদ ওয়েব নিয়ে কাজ করা থামাবেন না তিনি। নতুন এ পরিকল্পনার আওতায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা রোজমেরি লেইথকে সঙ্গে নিয়ে ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা এবং তথ্যের নিরাপত্তাবিষয়ক সলিড প্রটোকল নিয়ে কাজ করবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।