ওয়ালেট আর পার্সের মধ্যে পার্থক্য অনেকেই জানেন না

ওয়ালেট আর পার্স

প্রাত্যহিক প্রয়োজনের টাকা পয়সা রাখার জন্য অনেকেই ওয়ালেট ব্যবহার করেন। কেউ বলেন পার্সে টাকা রেখেছেন। ওয়ালেট আর পার্স একই মনে করেন অনেকে। কিন্তু এদের বিস্তর ফারাক রয়েছে।

ওয়ালেট আর পার্স

বস্তুত ওয়ালেটে টাকা রাখা যায়। ডেবিট বা ক্রেডিট কার্ড রাখা যায়। কিছু কাগজপত্রও রাখা যায়। ওয়ালেট আর মানিব্যাগ একই। যা পকেটে রাখা যেতে পারে। তা পকেটে ঢুকেও যায়। তবে টাকা, কার্ড বা খুব বেশি হলে কাগজপত্রের বেশি কিছু রাখা যায় না এই ছোট ব্যাগে।

অন্যদিকে পার্স কিন্তু একদম আলাদা জিনিস। সাধারণত পার্স ওয়ালেটের চেয়ে অনেক বড় হয়। পার্সেও টাকা রাখা যায়। কার্ড রাখা যায়। টুকটাক কাগজপত্র রাখা যায়। তবে তার সঙ্গে প্রয়োজনীয় আরও অনেক কিছুই রাখা যায়।

আসলে পার্স হল সেই ব্যাগ যাতে মহিলারা তাদের ব্যক্তিগত প্রয়োজনের জিনিস, বাড়ির চাবি, মোবাইল ফোনসহ নানা জিনিস রাখতে পারেন। সাধারণভাবে ওয়ালেট পুরুষরা ব্যবহার করে থাকেন। ছোট আকারের হওয়ায় তা সহজেই প্যান্টের হিপ পকেটে ধরে যায়।

অন্যদিকে পার্স মহিলারাই প্রধানত ব্যবহার করেন। পার্সগুলিতে অনেক জিনিস ধরে। এগুলো আকারে ওয়ালেটের চেয়ে বড় হয়। মহিলারা অনেক প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে পছন্দ করেন। তাই তাদের পার্স প্রায় সবসময়ই লাগে।

পার্স অনেক বেশি প্রয়োজনও মেটায়। তাই সহজ কথায় ওয়ালেট আর পার্স এক জিনিস নয়। ওয়ালেট বললে মানিব্যাগের সঙ্গে তুলনীয়। কিন্তু পার্সের সঙ্গে একেবারেই নয়।

একটি ওয়ালেট সাধারণত একটি ছোট ফ্ল্যাট কেস যা টাকা, ক্রেডিট কার্ড, আইডি বা আপনার চাকরির পাস এবং ড্রাইভারের লাইসেন্স রাখার জন্য তৈরি করা হয়।

ইফতারে ভাত দিয়ে বানিয়ে ফেলুন মজাদার পাকোড়া

অন্যদিকে, পার্সে টাকা রাখা ছাড়াও আরও কিছু জিনিস থাকে, যেমন আপনার বাড়ির চাবি, স্মার্ট ফোন, নারীর ব্যক্তিগত জিনিস, পানির বোতল ইত্যাদি।