আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি মিউজিক ফেস্টিভ্যালের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন অঙ্গরাজ্যে জর্জ শহরের কাছে ক্যাম্পগ্রাউন্ডে শনিবার রাতে ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন কাছাকাছি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
এএনআই বলছে, স্থানীয় সময় গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটে পুলিশের কাছে গোলাগুলির রিপোর্ট আসে। গ্রান্ট কাউন্টি শেরিফের অফিসের মতে, ওয়াশিংটনের জর্জ অ্যাম্ফিথিয়েটারের কাছে ক্যাম্পগ্রাউন্ডে গুলি চালানোর ওই ঘটনা ঘটে।
শেরিফের অফিসের মুখপাত্র কাইল ফোরম্যানের মতে, কর্মকর্তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করার আগেই সে ঘটনাস্থল থেকে চলে যায়। সন্দেহভাজন ব্যক্তি ভিড়ের মধ্যে ‘এলোপাতাড়ি’ গুলি চালিয়ে পালিয়ে যায় এবং পরে তাকে হেফাজতে নেয়া হয়।
ফোরম্যান বলেন, জর্জ অ্যাম্ফিথিয়েটারে সেই সময়ে বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড নামে একটি সংস্থার দুই দিনের সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছিল এবং ক্যাম্পগ্রাউন্ডটি ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত।
অবশ্য গুলিবর্ষণের ঘটনা সত্ত্বেও বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড-এর উৎসব অব্যাহত ছিল এবং ক্যাম্পগ্রাউন্ডের একটি অংশ এড়িয়ে চলতে অনুরোধ জানিয়ে সেই সময় একটি বিবৃতিও প্রকাশ করা হয়।
পরে রোববার সকালে আয়োজকদের পক্ষ থেকে মিউজিক ফেস্টিভ্যালের ওই দিনের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেওয়া হয়। বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড জানায়, ‘গত রাতে ওভারফ্লো ক্যাম্পিং এলাকায় ঘটে যাওয়া ঘটনার কারণে বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ডের ২য় দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’
এতে আরো বলা হয়, ‘আমরা স্থানীয় কর্তৃপক্ষ এবং কর্মীদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যারা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। গুলিবর্ষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’
সূত্র: এনডিটিভি
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel