সাদামাটা সাজপোশাক আর ন্যাচারাল লুকের জন্য জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে পশ্চিমা আউটফিটে অভিনেত্রীকে যেন আলাদা রকমের সুন্দর লাগে। শীত প্রায় চলেই এসেছে। তাই পার্টি আমেজকে আরও এক ধাপ রাঙিয়ে তুলতে বেছে নিতে পারেন অভিনেত্রীর মতো আকর্ষণীয় পশ্চিমা লুক।
সম্প্রতি ক্রিমরঙা এই আকর্ষণীয় গাউনে ফ্রেমবন্দী হয়েছেন তাসনিয়া ফারিণ। গাউনটি স্টারলেট স্টাইল স্টুডিও থেকে নেওয়া। স্যাটিন ফেব্রিকের গাউনটির সামনের অংশে প্লিট করা ডিজাইন আর দুই পাশের স্লিভ বো স্টাইলে বাঁধা। জুটি হয়েছে আকর্ষণীয় সাদা-নীল পাথরের জুয়েলারি।
একটি পারফিউমের বিজ্ঞাপনে অভিনেত্রীকে এই লুকে দেখা গেছে। শীতের পার্টি লুকে এমন সাজপোশাক হতে পারে অনুপ্রেরণা। উইন্টার লুকে ফুল স্লিভ বডিকন গাউনের কদরই আলাদা। অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন সিকুইন ও পুঁতির কারুকাজ করা মেরুনরঙা গাউনে। স্লিভে শোভা বাড়িয়েছে আলাদা করে বসানো ফেদার।
যেহেতু পোশাকটি জমকালো, তাই অভিনেত্রীর সাজে প্রাধান্য পেয়েছে গ্লসি ন্যুড মেকআপ। আকর্ষণ কাড়ছে স্মোকি আই আর ওয়েট লুকের হেয়ারস্টাইল। সফট অরেঞ্জ বা হালকা কমলা রঙের স্ট্রাকচার্ড গাউন বলা যেতে পারে এই আউটফিটটিকে। গাউনের ওপরের অংশের পুরোটা জুড়েই আকর্ষণীয় প্লিটেড ডিজাইন। যা অভিনেত্রীর লুকে এনেছে নাটকীয় আমেজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।