স্পোর্টস ডেস্ক: স্পার্সকে লিগে দুই ম্যাচের ব্যবধানে ১৪ থেকে ৫-এ নিয়ে এসেছেন মরিনহো। অন্যদিকে শীর্ষ ১০-এ থাকতেই ধুঁকতে হচ্ছে ইউনাইটেডকে।
৫ ডিসেম্বর বাংলাদেশ সময় ০১:৩০টায় ম্যানইউ’র মাঠে নামবে টটেনহ্যাম। পুর্বে ম্যানচেস্টারের দায়িত্বে থাকা মরিনহো আজকের ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন টটেনহ্যাম ক্লাবের হয়ে। তাই বলা চলে, ম্যাচটিও হবে রোমাঞ্চকর।
চলতি মৌসুমে ম্যানইউ দলের বর্তমান অবস্থা খুবই বাজে। তবুও মরিনহো তার সাবেক ক্লাবকে নিয়ে আজকের ম্যাচে সম্ভাবনার কথাই জানান।
ম্যানচেস্টারকে নিয়ে মরিনহো বলেন, মৌসুমের শুরুটা ঠিক প্রত্যাশিত হয়নি তাদের। কিন্তু এখনও তারা শিরোপা জিততে পারে। ইউরোপা লিগের নকআউটে পৌঁছে গেছে তারা। এফএ এবং কারাবাও কাপেও খেলছে। সব মিলিয়ে শুরুর হতাশাকে পেছনে ফেলতে পারলে অনেকদূর এগুবে তারা।
তবে ইউনাইটেডের সাথে যত সুখস্মৃতিই থাকুক, এখন স্পার্সের হয়ে জয়ের জন্যই ওল্ড ট্রাফোর্ড নামবেন মরিনহো। তিনি বলেন, এই (ইউনাইটেড) অধ্যায়টি আমি পেছনে ফেলে এসেছি। ইউনাইটেড ছেড়েছি প্রায় বছরখানেক হল। আপনাদের কাছে সেটা নতুন হলেও আমার কাছে সেসব অতীত। আমি এখন স্পার্সের ম্যানেজার। আমার চিন্তাভাবনা সব তাদের নিয়েই। টটেনহামের ম্যানেজার হতে পেরে আমি ভীষণ খুশি এবং গর্বিত।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.