বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অদৃশ্য ক্যামেরা কনসেপ্ট নিয়ে হইচই ফেলা দেয়া ওয়ানপ্লাস ছোট একটি ভিডিওতে ফোনটির কার্যপ্রণালি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে ইলেক্ট্রোক্রোমিক গ্লাস ব্যবহার করে ক্যামেরাকে অদৃশ্য করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ওই অ্যাঙ্গেলের পুরো অঞ্চল রঙিন করার মাধ্যমে ক্যামেরাটি অদৃশ্য মনে হয়।
‘অলটারনেট ফিউচার উইথ অলটারনেট ডিজাইন’ ট্যাগলাইনে আনা ফোনের বাকি বিশেষত্ব বা দাম কিংবা এ সব নিয়ে আর কোনও তথ্য আত্মপ্রকাশের সময়ে জানা যাবে।
মোবাইলটি হাতে নিলেও তার পেছনের রং পাল্টানো শক্তিশালী গোরিলা গ্লাস এবং বিশেষ আচ্ছাদনে ঢাকা ক্যামেরা অ্যাপারচার এমনিতে দেখা যাবে না।
ক্যামেরা যে থাকছে না, বিষয়টি এমন নয়। ক্যামেরা থাকছে, তবে সেটি বিশেষ গ্লাসের আড়ালে। প্রয়োজনের সময়ই সেটি কেবল বের হবে।
এভাবে ক্যামেরা অদৃশ্য করার প্রযুক্তি নিয়ে প্রথম কাজ করার কথা আগেই জানিয়েছিল স্যামসাং। মোবাইলের স্ক্রিনে আলাদা করে ক্যামেরার জন্য জায়গা রাখার বদলে স্ক্রিনের অংশ বাড়িয়ে দিয়ে তার মধ্যেই বসিয়ে দেওয়া হবে স্যামসাংয়ের ক্যামেরাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।