Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু কর্নার, রোগীরা ছড়িয়ে বারান্দাতেও
    জাতীয়

    ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু কর্নার, রোগীরা ছড়িয়ে বারান্দাতেও

    Saiful IslamJuly 28, 20195 Mins Read
    Advertisement


    এমদাদুল হক তুহিন : বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারী সেবিকার (৩৫) বাসায় গৃহপরিচারিকার কাজ করে কিশোরী ফারজানা (১৪)। ডেঙ্গুতে আক্রান্ত হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে হাসপাতালে বেড পায়নি সে। ওয়ার্ডের ফ্লোরে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    মিরপুরের বাসিন্দা সেবিকা বলেন, ‘অনেক কষ্টে এখানে স্থান পেয়েছি। লবিং করেও বেড পাইনি। ওকে (ফারজানা) নিয়ে অনেক টেনশনে আছি। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। কারণ ঘরে আমার ছোট একটি মেয়েও আছে। মেয়েটাকেও নিয়ে ভয় পাচ্ছি।’

    ফারজানার মতোই সোহরাওয়ার্দী হাসপাতালের একটি ওয়ার্ডের মেঝেতে জায়গা হয়েছে মোহাম্মদপুরের সবুজের। তিনি জানান, ছয় দিন ধরে জ্বরে ভুগছেন। এখানে এসে ভর্তি হলেও সিট পাননি। তাই ফ্লোরেই আছেন।

    ফারজানা ও সবুজ ওয়ার্ডের ফ্লোরে জায়গা পেলেও সেই সুযোগও পাননি কিশোরগঞ্জের রানা। ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করছেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বারান্দায় স্থান হয়েছে তার। ছেলের বেডের পাশে বসে মা নাসিমা বলেন, বাচ্চা যখন অসুস্থ থাকে এর চেয়ে উদ্বেগের আর কিছু নেই। ছেলে অসুস্থ শুনেই ঢাকায় চলে এসেছি। ওর বাবাসহ পরিবারের সবাই খুব টেনশনে আছি।

    ফারজানা, সবুজ ও রানার মতো ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের ভিড়ে এখন তিল ঠাঁই নেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা দিতে প্রতিটি ওয়ার্ডেই খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। তবু জায়গা হচ্ছে না রোগীদের। ওয়ার্ডের বেড আর ফ্লোর ছাড়িয়ে বারান্দায় জায়গা করে নিতে হয়েছে অনেককেই। মশা নিয়ে আতঙ্কে কেউ কেউ হাসপাতালের মধ্যেই মশারি টাঙাতে বাধ্য হয়েছেন। মশার এই আতঙ্ক রয়েছে হাসপাতালের সেবিকা ও ডাক্তারদের মধ্যেও।

    এদিকে, দলে দলে রোগীরা ভর্তি হলেও হাসপাতালের সেবার মান নিয়ে তারা সন্তুষ্ট হতে পারছেন না। হাসপাতালের নার্সসহ স্টাফদের কাছ থেকেও যথাযথ সেবা মিলছে না বলে অভিযোগ তাদের। বরং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রোগীর স্বজনরা রয়েছেন আতঙ্ক আর উদ্বেগে। রোববার (২৮ জুলাই) সোহরাওয়ার্দী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

    এই হাসপাতালেই ভর্তি পীরেরবাগের বাসিন্দা অষ্টম শ্রেণির শিক্ষার্থী হৃদয়। ডেঙ্গুতে আক্রান্ত হৃদয়ের ভাই শ্রীবাস বলেন, ‘পাঁচ দিন ধরে এখানে আছি। রিপোর্ট পেতে দুই থেকে তিন দিন চলে যায়। বাধ্য হয়ে বাইরে থেকে রিপোর্ট করিয়ে আনতে হয়। সিস্টারদের ডাকলেও আসে না।’

    ফাল্গুনী নামে রোগীর এক আত্মীয় বলেন, ‘হাসপাতালেও প্রচুর মশা। মশারি টানানোর ব্যবস্থা নেই। সেবিকাদের কাছে সাহায্য চাইলে তারা বিরূপ আচরণ করে।’

    নোয়াখালী থেকে ডেঙ্গুর চিকিৎসা নিতে এসেছেন আতাউর রহমান। তিনি আট দিন ধরে জ্বরে ভুগছেন। আতাউরের ভাই আমিনুল বলেন, গতকাল (শনিবার) রাতে এখানে এসেছি। সিট পাইনি। সেবার মান মোটামুটি। প্লেটলেট ঠিক থাকলেও ওর (আতাউর) হিমোগ্লবিন কমে গেছে। তিনি বলেন, এখানে যাযাবরের মতো আছি। বাড়ি নেই, ঘর নেই। টেনশনে আমাদের ঘুমও নেই।

    কাঠমিস্ত্রি জহিরুল ইসলাম কেরানীগঞ্জ থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপতালে এসেছেন। তার বোন জামাই আবু হানিফ বলেন, কয়েকদিন হলো জহিরুলের জ্বর ছিল। গত বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে এসেছিলাম। টেস্ট করানোর পর বলেছিল, আরও অবনতি হলে হাসপাতালে নিয়ে আসতে হবে। বাসায় নেয়ার পর জ্বর আরও বাড়তে থাকে। পরে শনিবার তাকে হাসপাতালে এনে ভর্তি করাই।

    সোহরাওয়ার্দী হাসপাতালের নারী ওয়ার্ডগুলোতেও দেখা গেছে ডেঙ্গু রোগীদের ভিড়। অসুস্থ আনজুমানের স্বামী কামরুল বলেন, ওয়ার্ডের ফ্লোরে স্থান পেয়েছি। সিট পাইনি। গত পাঁচ দিন ধরে এখানে আছি। চিকিৎসা ও সেবার মান মোটামুটি।

    মিরপুরের বাসিন্দা শাহীনা বেগম প্রায়ই সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি বলেন, এই হাসপাতালে এর আগে কখনো এত রোগী দেখিনি। বারান্দায় কখনো এত রোগীকে চিকিৎসা নিতে দেখিনি। যা দেখলাম, এখানকার সবাই ডেঙ্গুতে আক্রান্ত।

    হাসপাতালের সেবা নিয়ে রোগী ও রোগীর স্বজনরা প্রশ্ন তুললেও হাসপাতালের কর্মীরা বলছেন, রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত হওয়ায় তারা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে মহিলা ওয়ার্ডের একজন নার্স বলেন, ‘আমরা এখানে বসে আছি, এখানেও মশা। পুরো হাসপাতলজুড়েই মশা। আমরা নিজেরাও আতঙ্কে রয়েছি।’

    স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সোহরাওয়ার্দী হাসপাতালে বর্তমানে ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রোববার সন্ধ্যা পর্যন্ত ভর্তি হয়েছেন ৩২ জন। এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭২৯ জন। সামগ্রিক বিষয়ে জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। মোবাইলে এসএমএস দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

    আইসিইউ সংকট

    মহাখালীর বাসিন্দা মাহবুব হাসান সজীব (২৮) জ্বরে আক্রান্ত হলে প্রথমে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল) চিকিৎসা নেন। গত ২৪ জুলাই রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়লে ওই দিন রাতেই সোহরাওয়ার্দী হাসপাতালে যান তিনি। সেখানে তাকে ভর্তি না করে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরে ২৫ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যান তিনি। সেখানকার চিকিৎসকরা জানান, তাকে আইসিইউতে ভর্তি করাতে হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাধারণ বেড, কেবিন কিংবা আইসিইউ— কোনো সিটই খালি নেই।

    সজীবের স্বজন হিমেল হিমু বলেন, ওই রাতে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালসহ বেশকিছু হাসপাতালে যোগাযোগ করেও আইসিইউ খালি পাওয়া যায়নি। পরে তাকে মিরপুরের ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা শেষ রোবাবার বাসায় ফেরেন ডেঙ্গু আক্রান্ত ওই রোগী।

    সজীব বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ায় জীবন-মৃ*ত্যুর সন্ধিক্ষণ দেখে এসেছি। সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারলে হয়তো আরও অবনতি হতো। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, মেয়ররা ফুল দিয়ে একে অন্যকে শুভেচ্ছা জানাচ্ছেন। তারা ফুল নিয়েই ব্যস্ত থাকুন। তারা এত বড় মানুষ, মশার মতো ছোট বিষয় নিয়ে কাজ করবেন কেন!

    মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫১ জন ভর্তি আছেন। রাত হতে হতে এ সংখ্যা হয়তো আরও বাড়বে।

    এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিট খালি না থাকায় অনেক রোগী এসে ফিরে যাচ্ছেন। তাই আমরা আরও ১০টি বেড বাড়ানোর চেষ্টা করছি।

    ডা. আশীষ কুমার চক্রবর্তী আরও বলেন, ডেঙ্গু আক্রান্তরা কিন্তু সারাবছরই চিকিৎসা নেয়। তবে এখন প্রকোপ বাড়ায় অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে। রোগীরা যদি প্রথম দিকেই আসে, তাহলে হয়তো চিকিৎসা দেওয়া যায়। কিন্তু শারীরিক অবস্থা জটিল হলে তখন কিছু করার থাকে না। জ্বর হলে প্রথম দিন থেকেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মশা যেন কামড় না দেয়, সেজন্য ফুল স্লিভ জামাকাপড় পড়া উচিত। ঘরে মশকনিধক ওষুধ স্প্রে করা উচিত। সূত্র : সারাবাংলা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ওয়ার্ডে কর্নার ছড়িয়ে ডেঙ্গু বারান্দাতেও রোগীরা
    Related Posts
    দূষিত শহরের তালিকা

    দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত?

    August 27, 2025
    আটা বিক্রি

    ১ সেপ্টেম্বর থেকে শুরু ভর্তুকি মূল্যে আটা বিক্রি, প্রতি কেজি ২৪ টাকা

    August 27, 2025
    প্রেস উইং

    ঢাকায় চলাচলকারী সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে: প্রেস উইং

    August 27, 2025
    সর্বশেষ খবর
    দূষিত শহরের তালিকা

    দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত?

    ইসলামী ব্যাংক

    লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক, ৮৩ শতাংশ মুনাফা কমেছে ২০২৪ সালে

    ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস

    ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলবে যে চার দল

    দেশে আজ থেকে নতুন

    দেশে আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত হলো?

    তত্ত্বাবধায়ক সরকার ফেরালে

    তত্ত্বাবধায়ক সরকার ফেরালে কার্যকারিতা কবে থেকে—প্রশ্ন প্রধান বিচারপতির

    মিথিলাকে নিয়ে সৃজিতের

    মিথিলাকে নিয়ে সৃজিতের পোস্টে নতুন আলোচনার ঝড়

    রবিউলের দাবি—ছুরি নয়

    রবিউলের দাবি—ছুরি নয়, টিউবলাইট দিয়ে আঘাত করেন জালাল

    আদালতে আজ শুরু হচ্ছে

    আদালতে আজ শুরু হচ্ছে আবু সাঈদ হত্যা মামলার বিচার

    যুবদল নেতার কানের

    যুবদল নেতার কানের পর্দা ফাটল এসআইয়ের থাপ্পড়ে

    রপ্তানি সংকটে ভারত

    রপ্তানি সংকটে ভারত, আজ থেকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের চাপ শুরু

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.