জুমবাংলা ডেস্ক: দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইওটি এবং হোম অ্যাপ্লায়েন্সস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন বাংলাদেশে নিজস্ব কারখানায় র্যাম (র্যানডম অ্যাকসেস মেমোরি) উৎপাদন করছে। দেশীয় চাহিদা মিটিয়ে যা রফতানি হবে বিশ্বের বিভিন্ন দেশে।
আগামীকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) অডিটোরিয়ামে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন র্যামের উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ ্যও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং এনবিআর চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভূঁইয়াসহ বাংলাদেশ সরকার এবং ওয়ালটনের ঊর্ধতন কর্মকর্তাগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।