স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন আগেই যে ম্যাচ কনফারেন্সে ওয়াহাব রিয়াজ বলে দিয়েছিলেন বাংলাদেশ দলের বোলারদের মধ্যে হাসান মাহমুদের ভালো সম্ভাবনা আছে। এবার যে তার কথাই মিলে গেল। এরপরের দিনেই চমক দেখালেন হাসান মাহমুদ।
রুশোকে আউট করা ডেলিভারির আগে মেহেদী হাসান মিরাজকে বোল্ড করেন হাসান। পরে অসাধারণ একটি ‘ব্যাক অফ দা হ্যান্ড’ স্লোয়ারে বোল্ড করেন রবি ফ্রাইলিঙ্ককে। শেষদিকে ফেরান দুর্দান্ত খেলতে থাকা মুশফিকুর রহিমকেও। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩২ রানে ৪ উইকেট, ঢাকার সঙ্গে খুলনা টাইগার্স পেরে উঠল না হাসানের কারণেই।
এই ম্যাচে তিনিই নায়ক, তবে আগের ম্যাচগুলিতেও দেখিয়েছেন কিছু ঝলক। দেশের ক্রিকেটে পেস বোলিংয়ের বরাবরের সঙ্কট আরও তীব্র হয়েছে গত কয়েক বছরে। সেই দম বন্ধ করা আবহেই যেন খানিকটা আশার হাওয়া বইয়ে দিচ্ছেন ২০ বছর বয়সী হাসান।
পরিসংখ্যান দেখে যদিও বিভ্রান্ত হওয়া স্বাভাবিক। এই ম্যাচে ৪ উইকেটের পরও ৯ ম্যাচে তার উইকেট ৯টি, ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় ৯ করে। কিন্তু ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে পরিসংখ্যান তো অনেক সময়ই বিভ্রান্তিকর! সহজাত গতি, দুই দিকেই সুইং, দারুণ স্লোয়ার ডেলিভারি ও পরিস্থিতি বুঝে মাথা খাটিয়ে বোলিং করে হাসান জানান দিয়েছেন তার সম্ভাবনার উজ্জ্বল বার্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।