ওয়েবথ্রি ক্রিপ্টো ব্রাউজার: অপেরার ডেডিকেটেড ক্রিপ্টো ব্রাউজার
অপেরা বিল্ট ইন ক্রিপ্টো ওয়ালেট ফিচারসহ ডেডিকেটেড ক্রিপ্টো ব্রাউজারের বেটা ভার্সন চালু করেছে। প্রতিষ্ঠানটি ওয়েবথ্রি ক্রিপ্টো ব্রাউজার নামে নিয়ে এসেছে এটা। এনগ্যাজেট থেকে এই তথ্য পাওয়া গেছে।
ওয়ালেটের পাশাপাশি এতে ক্রিপ্টোকারেন্সি বা নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি) লেনদেন, বিকেন্দ্রীভূত অ্যাপস ব্যবহারে সাপোর্টসহ বেশকিছু ফিচার রয়েছে। এক বিবৃতিতে অপেরার ইভিপি জর্গেন আর্নেনসেন বলেন, ওয়েবথ্রি নিয়ে ব্যবহারকারীরা বরাবরই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েন। এ অবস্থার উন্নয়নেই নতুন ব্রাউজার আনা হয়েছে।
ব্রাউজারটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর বিল্ট ইন কাস্টোডিয়াল ওয়ালেট। যেখানে ইথেরিয়াম, বিটকয়েন, সেলো ও নার্ভোসের মতো ব্লকচেইন ব্যবহারের সুবিধা রয়েছে।
পাশাপাশি পলিগন ও অন্যদের সঙ্গে চুক্তির ঘোষণাও দিয়েছে। কোনো এক্সটেনশন ছাড়াই যেন ব্যবহারকারীরা তাদের ক্রিপ্টোকারেন্সিতে প্রবেশ করতে পারেন সে লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর মাধ্যমে থার্ড পার্টি ওয়ালেটও ব্যবহার করা যাবে।
ওয়েবথ্রি ক্রিপ্টো ব্রাউজারের অন্য প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে ব্লকচেইনভিত্তিক বিকেন্দ্রীভূত ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। ব্লকচেইন এনক্রিপশনের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা প্রদানের পাশাপাশি ব্রাউজারটি ব্যবহারকারীদের গেমফাইতে প্রবেশের সুযোগও দেয়।
যেখানে একজন ব্যবহারকারী সব ধরনের মেটাভার্সে গেম খেলার মাধ্যমে আয় করতে পারবেন। অপেরার তথ্যানুযায়ী, ব্রাউজারে ক্রিপ্টো কর্নারও রয়েছে। যেখানে ব্লকচেইন-সংক্রান্ত বিভিন্ন সাম্প্রতিক সংবাদ থাকে। সেখান থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ওয়েবথ্রি স্কিল বাড়াতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।