স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে অ্যান্টিগা টেস্ট। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৪ রানে আটকে দিয়ে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে তারা তুলেছে ৩ উইকেটে ১৩৬ রান। সফরকারিরা পিছিয়ে ২১৮ রানে।
৭ উইকেটে ২৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাথওয়েট সেঞ্চুরি থেকে ছিলেন মাত্র এক রান দূরে। হাফসেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন রাহকিম কর্নওয়াল (৪৩ অপরাজিত)।
দুজনই প্রথম দিনের সকালটা শুরু করেন দেখেশুনে। ব্রাথওয়েট তুলে নেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। হাফসেঞ্চুরি পান কর্নওয়ালও। ক্যারিয়ারের সপ্তম টেস্টে দ্বিতীয় হাফসেঞ্চুরির মালিক হওয়া কর্নওয়াল শেষ পর্যন্ত ফেরেন ৭৩ রান করে।