Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কংগ্রেসে গান্ধী পরিবার নিয়ে তুলকালাম
    আন্তর্জাতিক

    কংগ্রেসে গান্ধী পরিবার নিয়ে তুলকালাম

    Mohammad Al AminAugust 25, 20204 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক: মৃতপ্রায় কংগ্রেসে ভয়ঙ্কর আলোড়ন। গান্ধী পরিবারের বিরুদ্ধে প্রশ্ন তুলে পুরো সময়ের সভাপতি ও যৌথ সিদ্ধান্ত নেয়ার দাবি তুলেছিলেন ২৩ প্রবীণ নেতা। তারপর ওয়ার্কিং কমিটির বৈঠকে ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পরেও সমস্যা মেটেনি।

    দীর্ঘ রাজনৈতিক নাটক। তাতে সাসপেন্স আছে, চক্রান্তের অভিযোগ আছে, আবেগঘন ভাষণ আছে। একে অপরের দিকে আঙুল তোলা আছে, গান্ধী পরিবারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে আবার তাদের কাছে আত্মসমর্পনের গল্প আছে।

    কিন্তু সাত ঘণ্টা বৈঠকের পরও গান্ধী পরিবারের বাইরে গিয়ে পরবর্তী সভাপতি বাছাইয়ের কাজটা করতে পারল না কংগ্রেস। অনেক অভিযোগ-অনুযোগের পর সোনিয়া গান্ধী শেষে জানিয়ে দিলেন, তিনি আহত হয়েছেন ঠিকই, কিন্তু তা মনে রাখতে চান না। যা হয়েছে তা অতীত। ঠিক হয়েছে, সোনিয়া এখন আরও কয়েকমাস সভানেত্রী থাকবেন। একটা কমিটি করা হবে তাকে সহায়তা করার জন্য। দ্রুত এআইসিসি বা কংগ্রেসের অধিবেশন ডেকে নতুন সভাপতি নিয়োগ করা হবে।

    আসলে ২৩ জন প্রবীণ নেতা একটা চিঠি লিখেছিলেন দলনেত্রী সোনিয়া গান্ধীকে। সেখানে তাদের দাবি ছিল, কার্যকরী নয়, কংগ্রেসে একজন স্থায়ী সভাপতি নিয়োগ করা উচিত। আর তিনি একা সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেয়া উচিত যৌথভাবে।

    আর এই চিঠি পাঠানো হয়েছিল এমন সময়ে যখন সোনিয়া গান্ধী চিকিৎসার জন্য হাসপাতালে। চিঠিটি লিখেছেন রাজ্যসভার নেতা গুলাম নবি আজাদ, উপ নেতা আনন্দ শর্মা, লোকসভা সাংসদ শশী থারুর, রাজ্যসভা সাংসদ বিবেক তনখা, কপিল সিবালের মতো প্রবীণ নেতারা। তারপর সেই চিঠি সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেয়া হয়।

    ওয়ার্কিং কমিটির অনলাইন বৈঠক শুরু হয় বেলা এগারোটায়। প্রথমেই সোনিয়া গান্ধী বলে দেন, তিনি আর সভাপতি থাকবেন না। অন্য সভাপতি খুঁজে নিক দল। যারা চিঠি লিখেছেন, তাদের প্রতিও কটাক্ষ করেন তিনি। তারপরের প্রশ্ন তুলে দেন রাহুল গান্ধী। চিঠি লেখার জন্য কেন এমন সময় বাছা হলো, যখন সোনিয়া হাসপাতালে? এরপরই রটে যায়।

    রাহুল অভিযোগ করেছেন, যারা এই চিঠি লিখেছেন, তারা বিজেপির হয়ে কাজ করেছেন। কপিল সিবাল টুইট করে বলেন, রাহুল গান্ধী বিজেপির কথায় চিঠি লেখার কথা বলেছেন, কিন্তু তিনি জীবনে কখনও বিজেপি-র পক্ষে একটা কথাও বলেননি। রাহুল তখন ফোন করেন সিবালকে।

    তিনি জানান, এরকম কোনও কথা তিনি বলেননি। তখন কপিল তার টুইট প্রত্যাহার করেন।

    গুলাম নবি আজাদও চিঠি লেখার জন্য যথেষ্ট সমালোচিত হয়েছেন। তিনিও পরে জানান, রাহুল ওই ধরনের কোনও কথা বলেননি। তিনি বৈঠকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু মনমোহন সিং, এ কে অ্যান্টনি থেকে শুরু করে একের পর এক নেতা গান্ধী পরিবারের প্রতিই আনুগত্য দেখিয়েছেন। অম্বিকা সোনি তো গুলাম নবি সহ বাকিদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তি দাবি করেন। তবে সেই দাবি মানা হয়নি।

    বিক্ষুব্ধদের চিঠি পেয়েই ক্ষুব্ধ সোনিয়া গান্ধী কংগ্রেস ওার্কিং কমিটির বৈঠক ডাকেন। সেই বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, আপনারা দ্রুত সভাপতি খুঁজুন। আমি আর সভাপতি থাকব না।

    এদিকে যারা চিঠি লিখেছিলেন, তাদের অনেকেই এক বছর আগে সোনিয়াকে কার্যকরী সভাপতি হওয়ার জন্য প্রায় হাতেপায়ে ধরেছিলেন। এদের অনেকেই গান্ধী পরিবারের অনুগামী বলে খ্যাত।

    নিজ রাজ্যে ধারভারহীন এই নেতাকুল কংগ্রেসের কেন্দ্রীয় স্তরে গুরুত্ব পান গান্ধী পরিবারের জন্যই। যারা রাজ্যে এখনও লড়াই করছেন, তাদের বাদ দিয়ে এই সব নেতাদের রাজ্যসভার সদস্য করা হয়। লোকসভা হেরে যাওয়ার পরও তাদের রাজ্যসভায় নিয়ে এসে পুরস্কার দেয় গান্ধী পরিবার।

    তবে তারা যে প্রশ্নগুলো তুলেছেন, তা যে অসঙ্গত, তা বলা যায় না। গত ছয় বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি-র ঠিক যতটা উত্থান হয়েছে, কংগ্রেসের ঠিক ততটাই নির্মম রাজনৈতিক পতন হয়েছে। এই অবস্থায় কর্মীদের আশার আলো দেখাতে পারছে না গান্ধী পরিবার।

    সনিয়ার শরীর খারাপ। আগে তিনি নেতৃত্ব দিয়ে কংগ্রসের নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় ফিরিয়ে এনেছিলেন। এখন পরিস্থিতি আলাদা। তার ছেলে রাহুল গান্ধী একবার ব্যর্থ হয়ে আর দায়িত্ব নিতে চান না।

    তিনি দায়িত্ব না নিয়ে ক্ষমতা ভোগ করতে চান। দলের ক্ষেত্রে শেষ কথা বলতে চান। প্রিয়ঙ্কার ক্ষেত্রেও একই কথা সত্য। রাহুল দায়িত্ব নেয়ার পরই কংগ্রেসের প্রবীণ ও তরুণ নেতাদের মধ্যে যে গণ্ডগোল শুরু হয়েছে, তার জের এখনো চলছে। বরং সেই ফাটল আরো বাড়ছে।

    বিজেপিতে দীর্ঘদিন কাটানোর পর কংগ্রেসে দুই বছর হলো এসেছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা।

    তার দাবি, চিঠি লেখা কোনও অপরাধ নয়। দলের ভালোর জন্য লিখেছেন। রাস্তা একটা বেরবে। লম্বা যাত্রা একটা পদক্ষেপ থেকেই শুরু হয়। এই পরিবার দেশকে গড়েছে। এই পরিবার ভোট জোগাড় করে কংগ্রেসের জন্য। দলের লোক এই পরিবারের সঙ্গে জড়িত। পরিবারকে বাদ দিয়ে কিছু হবে না।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    Atok

    মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক

    September 7, 2025
    জাপানের প্রধানমন্ত্রী

    পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

    September 7, 2025
    eye-operation

    চোখের মধ্যে গজিয়েছে দাঁত, অপারেশন করে বের করলেন ডাক্তার

    September 7, 2025
    সর্বশেষ খবর
    অ্যাপ

    স্মার্টফোনেই ডিএসএলআরের মতো ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ

    Porokiya

    বিবাহিত পুরুষের প্রতি বেশি যেসব কারণে আকৃষ্ট হয় মেয়েরা

    সারজিস আলমকে নিয়ে জয়ের পোস্ট

    সারজিস আলমকে নিয়ে জয়ের পোস্ট, সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক

    Land

    মোবাইল দিয়ে জমি বা ক্ষেত পরিমাপ করার সহজ পদ্ধতি

    Police

    নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেফতার ৫

    রাম-মন্দির

    রাম মন্দির তৈরিতে কেন কোন লোহা ব্যবহার করা হয়নি

    ওয়েব সিরিজ

    ওটিটি জগতে জনপ্রিয় কিছু ওয়েব সিরিজ, পরিবারসহ দেখার আগে ভাবুন!

    Atok

    মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক

    monalisa

    ছেলেরা কেন বাঙালি বৌদিদের বেশি পছন্দ করে

    মেয়েদের অঙ্গ

    মেয়েদের কোন জিনিস ধুলেও পরিষ্কার হয় না? অনেকেই জানেন না

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.