বিনোদন ডেস্ক : কংগ্রেস ছাড়লেও রাজনীতির ময়দান থেকে কিন্তু এখনই বিদায় নিচ্ছেন না বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। তিনি নাকি ক্রমশই শিবসেনা ঘনিষ্ঠ হয়ে উঠছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে দেখা করেছেন ‘রঙ্গিলা’ নায়িকা। এ কারণে নতুন দলে সরব হওয়ার জল্পনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রশ্ন উঠেছে- তাহলে কি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগেই শিবসেনায় নাম লেখাতে চলেছেন ঊর্মিলা?
২০২০ সালের শুরুর দিকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার আগেই দলের সঙ্গে মনোমালিন্যের জন্য কংগ্রেস থেকে বিদায় নিয়েছেন ঊর্মিলা। তার ওপর শিবসেনা প্রধানের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ। আর এতেই নায়িকার শিবসেনা কানেকশনের খবর জোরালো হচ্ছে।
মাস কয়েক আগে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে পরাজিত হন কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতণ্ডকর। নির্বাচনের দিন কয়েক আগেই দলটিতে যোগ দেন তিনি। কিন্তু ৫ মাস কাটতে না কাটতেই মোহভঙ্গ হলো। দলে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ তুলে ইস্তফা দেন ঊর্মিলা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেই খবর চাউর করেন।
ভোটের ময়দানে বিজেপির বিরুদ্ধে প্রচারও করেন জোরকদমে৷ কিন্তু এরপরও শেষ রক্ষা হয়নি৷ উত্তর মুম্বাই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী গোপাল শেঠির কাছে সাড়ে চার লাখ ভোটে পরাজিত হন৷
এদিকে ঊর্মিলা জানান, উদ্ভব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে সাক্ষাৎ শুধুই সৌজন্যমূলক। শিবসেনায় যোগ দেওয়ার খবরও উড়িয়ে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।