জাতীয় ডেস্ক: কক্সবাজারে বাসায় ঢুকে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই করার অভিযোগে একজন উপ-পরিদর্শক (এসআই) তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসি বাংলার।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, একজন উপ-পরিদর্শক ও দুই কনস্টেবলের বিরুদ্ধে ওই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গ্রেপ্তার পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কক্সবাজার থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, সোমবার (১ মার্চ) বিকালে কক্সবাজার পৌরসভার মধ্যম কুতুবদিয়াপাড়ার একজন বাসিন্দা রোজিনা খাতুনের তিন লাখ টাকা ছিনতাই হয়।