কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকালে উপজেলার মালুমঘাট এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ফাঁসিয়াখালী হাসের দীঘি সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহনের যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় দুইটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন। পরে আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, আহত বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পুলিশ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূত্র: টিবিএস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



