জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে হোটেলের ৮ তলা থেকে পড়ে বাবু শেখ নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ডের খানছুর নামক এক ব্যক্তির ছেলে। বুধবার সন্ধ্যার দিকে কক্সবাজার সাগর পাড়ের কলাতলী সী ক্লাসিক রিসোর্টে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির প্রতিবেশী আবদুল্লাহ আল আসিফ জানান, টাঙ্গাইল থেকে তারা ৫২ জন কক্সবাজারে ভ্রমণে এসে শহরের সী ক্লাসিক রিসোর্ট হোটেলে উঠেন। সবাই যে যার মতো করে হোটেলে অবস্থান করেন। বাবু শেখ হোটেলের ৮০২ নং ছিলেন। হঠাৎ বাবু শেখ ৮ তলা থেকে নিচে পড়ে যায় বলে খবর আসে। তখন সবাই তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তখন জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বড় ধরনের চিহ্ন পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মো. সেলিম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কি কারণে, কিভাবে মৃত্যু হয়েছে এখনো তা জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।