Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) একটি গ্রামে গ্রামবাসীর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনা অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফ্রিকা নিউজ।
জানা যায়, স্থানীয় সময় গত রবিবার দেশটির বেনি শহরের বুলঙ্গ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
মানবাধিকার সংগঠনগুলোর বরাত আফ্রিকার বিভিন্ন গণমাধ্যম জানায়, স্থানীয় সশস্ত্র গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের অভিযানে এই হতাহত হয়েছে। রাতের আধারে অস্ত্রসহ গ্রামবাসীর ওপর হামলা চালানো হয়। পরে ১৫ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন।
দেশটিতে প্রায়ই আধিপত্য বিস্তার ও নিজেদের অস্তিত্ব জানান দিতে নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।