আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর রাজধানী কিনশাসায় বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে ৩৯ জনের। নিখোঁজ অনেকে। টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়িঘর ও সড়ক।
মঙ্গলবার ইউনিভার্সিটি অব কিনশাসার কাছে সবচেয়ে বড় ভূমিধসটি হয়। এতে প্রাণ যায় অনেকের। ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধারকাজ। বেরিয়ে আসতে পারে আরও অনেক মরদেহ।, জানিয়েছে প্রাদেশিক সরকার।
এক কোটির বেশি বাসিন্দার শহর কিনশাসা। দুর্বল অবকাঠামো আর অপরিকল্পিত নগরায়নের ফলে শহরটিতে বন্যা প্রায় নিয়মিত ব্যাপার। দু’দিন আগেই আফ্রিকার আরেক দেশ কেনিয়াতেও বন্যা ও ভূমিধসে প্রাণ যায় অর্ধশতাধিক মানুষের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।