আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে তাদের গাড়িবহরে হামলা হয়। খবর দ্য গার্ডিয়ান, রয়টার্স ও এএফপির।
এ সময় সঙ্গে থাকা এক নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। নিহত তৃতীয় ব্যক্তি গাড়ির চালক ছিলেন।