আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ গাড়িবহরের ওপর অতর্কিত হামলায় যে তিন জন নিহত হয়েছে তার মধ্যে ইতালির রাষ্ট্রদূতও রয়েছেন।
কঙ্গোর পূর্বাঞ্চলে কানিয়ামাহোরো শহরের কাছে সোমবার এ হামলার ঘটনা ঘটে।
ডি আর কঙ্গোর প্রেসিডেন্ট এ কে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। এ হামলার জন্য রুয়ান্ডার হুতি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।