জুমবাংলা ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালি রেলস্টেশনে একই লাইনে যাত্রীবাহী দুটি লোকাল ট্রেন মুখোমুখি হয়ে পড়ে। পরে চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পায় ট্রেনের যাত্রীরা।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈসা খাঁ লোকাল ট্রেনটি মানিকখালি রেল স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়ানো ছিল। একই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী অপর ঈসা খাঁ ট্রেনটিকে স্টেশন মাস্টার ১ নম্বর লাইনেই সিগনাল দেয়। যার ফলে ট্রেনটি ১ নম্বর লাইনেই ঢুকে পড়ে। মানিকখালী স্টেশনের দায়িত্বে ছিলেন সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম।
স্টেশনে আগে থেকেই উপস্থিত ট্রেনের সম্মুখ লাইট দেখে চলন্ত ট্রেনের চালক দ্রুত ব্রেক কষে মুখোমুখি অবস্থানে এনে ট্রেনটি থামাতে সক্ষম হয়। ফলে জানমালের ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পায় যাত্রীরা এবং ট্রেনটিও ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায়। এসময় দুই ট্রেইনের যাত্রীরাই কান্নাকাটি শুরু করে এবং ভয় পেয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আহত হয়।
এসময় যাত্রীদের চিৎকারে জড়ো হয় এলাকার মানুষ।
প্রত্যক্ষদর্শী সাহাদাত হোসেন ফরিদ বলেন, একই লাইনে দুইটি সিগনাল দেয়ায় এই ঘটনা ঘটেছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
মানিকখালি স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, এ সময় আমি দায়িত্বে ছিলাম না, দায়িত্বে ছিলেন সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেইন দুটি স্টেশন ত্যাগ করেছে।
পূর্বাঞ্চলের জিএম (চট্টগ্রাম) নাসির উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।