স্পোর্টস ডেস্ক : মাশরাফি ও সাকিব, বাংলাদেশ ক্রিকেটের দুই ধ্রুবতারা। মাঠে দুজন সতীর্থ। মাঠের বাইরে তাদের সম্পর্কটা আরও গাঢ়। তাইতো সাকিবের কঠিনতম সময়ে সঙ্গ ছাড়লেন না মাশরাফি।
ক্রিকেট থেকে এখন দূরে মাশরাফি। জনপ্রতিনিধি হওয়ায় মাশরাফিকে ক্রিকেট পাড়ায় পাওয়া যায় খুব কম। তাই বলে ক্রিকেটের খোঁজখবর রাখবেন না? গতকাল সাকিব ক্রিকেটীয় জীবনে সবথেকে বাজে দিন কাটিয়েছেন। যে খেলাটাকে ভালোসেছেন সাকিব, সেই খেলা থেকেই তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এক বছর সাকিব কোনো ক্রিকেট খেলতে পারবেন না। পরবর্তী এক বছর স্থগিত নিষেধাজ্ঞায় থাকবেন।
তিনবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা ফিরিয়েছেন সাকিব। কিন্তু আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে তা না জানিয়ে করেছেন বড় অপরাধ। সেই অপরাধের শাস্তি পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ কঠিন সময়ে কাছের মানুষের সঙ্গ, ভালোবাসা ও প্রেরণা চলার পথের একমাত্র জ্বালানি। মাশরাফি বিন মুর্তজা বুক চাপড়ে সাহস জোগালেন সাকিবকে।
ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।