Advertisement
নিজস্ব প্রতিবেদক: চলমান কঠোর বিধি-নিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জারিকৃত আদশে বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা বৃদ্ধি করা হলো।’
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। ৭ জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হবে। এখন আরও এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ বাড়িয়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত করা হলো।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel