কত লাখ টাকায় শখের গাড়ি কিনলেন ভুবন বাদ্যকর

ভুবন বাদ্যকর

বিনোদন ডেস্ক : বীরভূমের কুড়ালজুড়িগ্রামের বাদাম কাকুকে চেনেন না এমন ব্যক্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে তার গানের জাদুতে দেশ থেকে দেশান্তরের মানুষেরা কোমর দোলাচ্ছেন।

ভুবন বাদ্যকর

তাই তিনিও এখন রীতিমতো সেলিব্রিটি আর সেলিব্রিটি হতেই চারচাকা গাড়ি কিনে ফেলেছেন তিনি। সোমবারদিন দুর্ঘটনার পরবর্তী প্রকাশ্যে আসা খবরই নেটিজেনদের মনে উস্কে দেয় একটাই প্রশ্ন। কত টাকা দিয়ে চারচাকা গাড়ি কিনলেন ভুবন?

গত সোমবারদিন সংবাদপত্রের শিরোনামে উঠে আসে এক রোমহর্ষক কাহিনী। সন্ধ্যেবেলায় বাড়ির সামনে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন সকলের প্রিয় বাদাম কাকু। পরবর্তীতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুর্ঘটনার খবর সামনে আসার পরেই তার কেনা এই চারচাকাটি নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকে।

আর সেই কারণেই অনুরাগীরা সদাহাস্য ভুবন কাকুকে এই গাড়িটির মূল্য সম্পর্কিত প্রশ্ন রাখলে প্রাণখোলা মানুষটিও তৎক্ষণাৎ যাবতীয় তথ্য তুলে ধরেন নেটিজেনদের সামনে। ভুবন বাদ্যকারের বয়ানে তিনি বীরভূমের পাঁচড়ার এক জনৈক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যে এই সেকেন্ডহ্যান্ড চারচাকা গাড়ি কিনেছেন। এখনো পর্যন্ত গাড়িটির কাগজপত্র স্থানান্তরিত না হওয়ায় ভবিষ্যতে স্ত্রীর নামে গাড়িটি নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

কপিল শর্মাকে ডাকাত বললেন অভিনেত্রী অর্চনা

এযাবত গাড়ির মালিককে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা দিয়েছেন ভুবন বাবু অর্থাৎ গাড়ির কাগজপত্র স্থানান্তরকালে এখনো কুড়ি হাজার টাকা বকেয়া রয়েছে তার। অন্যদিকে গাড়ির কাগজপত্র ট্রানস্ফার এবং আনুষঙ্গিক কারণবশত আনুমানিক ৪০ হাজার টাকা খরচ হবে বলেই জানা যাচ্ছে। এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মেরামত ও বাকি নানান খরচের কারণে সর্বসাকুল্যে মোট দু লক্ষ টাকার অধিক মূল্যেই গাড়িটি ভুবন কাকুর কাছে বিক্রি হয়েছে বলেই দাবি!