স্পোর্টস ডেস্ক : প্যারাগুয়ের তারকা ফুটবলার ইভান তোরেস। স্ত্রী ক্রিস্টিনা ভিতা আরান্দাকে নিয়ে গিয়েছিলেন কনসার্ট দেখতে। সেখানেই ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ক্রিস্টিনা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্যারাগুয়ের সংবাদমাধ্যম বলছে, অলিম্পিয়া ক্লাবের তারকা ফুটবলার তোরেস গুলিবিদ্ধ স্ত্রী ক্রিস্টিনা ভিতা আরান্দাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের হোসে ফ্লোরেস অ্যাম্ফিথিয়েটারে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ক্রিস্টিনা ছাড়াও সেই বন্দুকযুদ্ধে মার্কোস ইগনাসিও রোহাস নামে আরও এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন চারজন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্যারাগুয়ের ক্লাব চেরো পোর্টেনোর হয়ে ক্যারিয়ার শুরু করেন ইভান। ২০১৪ সালের ডিসেম্বর থেকে অলিম্পিয়ার হয়ে খেলছেন তিনি। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিনি অক্ষত থাকলেও স্ত্রীকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।