কলকাতার আলোচিত অভিনেত্রী দেবলীনা দত্ত। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে নিজের বৈবাহিক জীবন নিয়ে কথা বলেছেন তিনি। এ সময় দেবলীনা জানান বিয়ের পিঁড়িতে বউ সেজে বসেছিলাম, কিন্তু বর আসেনি।
এতে নয় বছর বয়সে বাবাকে হারানো দেবলীনার পথ আরও কঠিন হয়ে গিয়েছিল। দেবলীনা বলেন, বিয়ের পিঁড়িতে বউ সেজে বসেছিলাম। লোকজন আসছেন। খাচ্ছেন… চলে যাচ্ছেন। বর এলেন না…। বারবার হবু স্বামীর ফোনে ফোন করতেও সাড়া মেলেনি। ফোন বন্ধ, পরিবারেরও ফোন বন্ধ।
সেই কঠিন সময় যে গুটি কয়েক বন্ধুকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী, তথাগত তাদের মধ্যে একজন। সেই তথাগতের সঙ্গে এখন তার বৈবাহিক সম্পর্ক নেই বললেই চলে।
তবে তথাগতকেও দোষারোপ করতে চাননি দেবলীনা। বরং তার সঙ্গে কাটানো ৯ বছরকে সেরা বলে মানেন তিনি। এই অভিনেতা বলেন, আমাদের জুটিটাকে দর্শক যতটা পছন্দ করতেন আমিও ঠিক ততটাই পছন্দ করতাম। ওই ৯ বছর আমার জীবনে কাটান শ্রেষ্ঠ ন’টা বছর বলে আমি মনে করি।
এদিকে বর্তমান সময়টাও খারাপ যাচ্ছে অভিনেত্রীর। দেবলীনা বলেন, ডাক্তার ভাইদের সঙ্গে এক বছর ধরে আছি। এবারও ওদের ডাকে মশাল মিছিলে গিয়েছিলাম। এরকম একটা জটিল বিষয় নয় যে ৩৬৫ দিনে পাওয়া যাবে না, সেটা জানতাম। সেটা পাওয়া গেলে আন্দোলনের দরকারই পড়ত না। গত বছর পূজার সময়ে ডাক্তারদের সঙ্গে ছিলাম। কোনও কাজ করিনি।
তিনি আরও বলেন, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি শিল্পীদের আয়ের সময়। এটা শিল্পীদের পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ। পূজা বাদ দিয়ে গত বছর যা ইভেন্ট ছিল আমার, সবই বাতিল হয়ে গিয়েছিল। যাদের কাছে পরপর দু’ বার গিয়েছিলাম, তিন নম্বর বছর যাওয়ার ছিল, তাঁরাও ফোন করে ক্ষমা চান। এক জায়গায়, আমার নাম বলতেই ঝামেলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।