কন্যা শিশুকে ভালুকের খাঁচায় ফেলে দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক : নিজের তিন বছরের শিশুকন্যাকে হিংস্র ভালুকের খাঁচায় ফেলে দিয়েছেন এক মা। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। উজবেকিস্তানের এক চিড়িয়াখানায় ঘটেছে এই ঘটনা।

ভালুকের খাঁচায়

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, তাসকন্দ চিড়িয়াখানার ১৬ ফুট উঁচু থেকে একটি ভালুকের সামনে গিয়ে পড়ে শিশুটি।

ওই ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুকে নিয়ে ওই নারী খাঁচার লোহার রেলিং ধরে ঝুঁকে দেখছেন। এরপর আচমকাই দুই পা ধরে তুলে মেয়েকে খাঁচার মধ্যে ফেলে দিলেন।

ভিডিওতে আরও যায়, পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী ওই নারীকে নিরস্ত করার চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে আটকাতে পারেননি।

তবে ওই খাঁচার রক্ষীরা দ্রুত ভালুককে নিরাপদ স্থানে সরিয়ে শিশুটিকে উদ্ধার করে। অবধারিত মৃত্যুর হাত থেকে ওই শিশু বেঁচে গেলেও তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তার।

এদিকে ওই মাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

ডেইলি মেইলের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা আনা হয়েছে। অভিযুক্ত প্রমাণ হলে তার ১৫ বছরের বেশি জেল হতে পারে।

ওই চিড়িয়াখানার এক মুখপাত্র বলেন, সকল দর্শনার্থীর সামনে ওই নারী তার ছোট মেয়েকে ভালুকের খাঁচায় ফেলে দেন। তার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।