আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বেসরকারি উড়োজাহাজ সংস্থা কনডরের এয়ারবাস এ৩৩০ ফ্রাঙ্কফুর্ট থেকে যাচ্ছিল মেক্সিকোর ক্যানক্যানে। কিন্তু কফির কাপ উল্টে যাওয়ায় দুই পাইলট বিমান নিয়ে চলে যান আয়ারল্যান্ডে।
অবশ্য সেখান থেকে ফের যাত্রীদের নিয়ে এয়ারবাসটি উড়ে যায় নির্দিষ্ট গন্তব্যে। এর জন্য গচ্চা গেছে লাখখানেক ডলার।
ঘটনাটি চলতি বছরের ৬ ফেব্রুয়ারির। জার্মানির এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ জানিয়েছে, গরম কফির কাপটি ট্রে টেবিলের ওপরে রেখেছিলেন ৪৯ বছরের কমান্ডার পাইলট। মাঝ আকাশে কাপটি উল্টে পড়ে অডিও কন্ট্রোল প্যানেলে। সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় এতে।
তখন আটলান্টিক থেকে প্রায় ৪০ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। ভয় পেয়ে বিমানের দুই পাইলট বিমানের মুখ ঘুরিয়ে চলে যান আয়ারল্যান্ড। তাদের সঙ্গে ছিল ৩২৬ জন যাত্রী ও ৯ জন ক্রু।
ককপিটে পানীয় রাখার নির্দিষ্ট কাপ হোল্ডার থাকা সত্ত্বেও কী করে ঘটনাটি ঘটল- সে জবাব দিতে পারেনি কনডর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।