কবরের ওপর ঘর-বাড়ি নির্মাণ করা কি ঠিক?

কবরের ওপর ঘর-বাড়ি নির্মাণ করা কি ঠিক?

 কবরের ওপর ঘরবাড়ি নির্মাণ করা কি জায়েজ?

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাসূলপুর গ্রামের আব্দুস সাত্তার নামে একজন প্রশ্ন করেছেন- কবরের ওপর ঘর-বাড়ি নির্মাণ করা কি জায়েজ?

কবরের ওপর ঘর-বাড়ি নির্মাণ করা কি ঠিক?

প্রশ্ন : আমাদের বসতভিটার সঙ্গে পুরোনো দিনের বেশ কয়েকটি কবর রয়েছে। আমাদের ভিটা সম্প্রসারণ করতে হলে কবরের ওপর ঘর নির্মাণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি জানতে চাই কবরের ওপর ঘরবাড়ি নির্মাণ করা কি জায়েজ?

উত্তর : আপনার বসতভিটার সঙ্গে থাকা কবরগুলো যদি পুরাতন ও মালিকানাধীন হয় এবং কবরস্থ ব্যক্তিদের হাড্ডি ও মাংস মাটিতে মিশে যায়-তাহলে আপনার জন্য কবররে ওপর ঘরবাড়ি নির্মাণ করা জায়েজ আছে। তবে নতুন কোনো কবরের ওপর এমনটি করার অনুমতি ইসলামে নেই।

তথ্যসূত্র : বাহরুর রায়েক ২৩৪২।

রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না