জুমবাংলা ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কবরস্থান থেকে লাশ চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন দিলিপ দাশ নামে এক কবিরাজ। গত মঙ্গলবার রাতে গোদাগাড়ী উপজেলাধীন ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি যতনের ছেলে দিলিপ দাশ (৫২)।
কবর থেকে মরদেহ চুরির সময় কবিরাজ আটক
এলাকাবাসী জানায়, দিলিপ কবিরাজি করে সংসার চালায়। তার তিন ছেলে ও এক মেয়ে আছে। কবিরাজি সাধনার জন্য গত মঙ্গলবার রাতে একটি কবর থেকে লাশ চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হন তিনি। পরে গ্রামবাসী তাকে গোদাগাড়ী মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে লাশ চুরির কথা স্বীকার করেন।
এ ঘটনায় একটি মামলা দায়ের হলে বুধবার (১৭ ফেব্রুয়ারি) তাকে কারাগারের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool