কবির সিংয়ের মত রগরগে প্রেম করতে চায় শুভশ্রী
বিনেোদন ডেস্ক: পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবির নায়িকা ছিলেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। কিন্তু রাজ চক্রবর্তীকে বিয়ের পর পুরো বদলে গেলেন। ছবি বাছাইয়ে আনলেন পরিবর্তন।
ভিন্নধারার ছবির পর ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে এই নায়িকার। ৮ মার্চ মুক্তি পাবে তার অভিনীত প্রথম সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই নায়িকা আবার ফিরতে চান বাণিজ্যিক ছবিতে। তবে তা হতে হবে রগরগে প্রেমের গল্পের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী শুভশ্রী বলেন, ‘আমি একটা প্রেমের ছবি করতে চাই। রগরগে প্রেমের গল্প। অনেকটা ‘কবীর সিংহ’-এর মতো প্রেমের গল্প।’
গল্প নির্ভর ভিন্নধারার ছবিতে কাজ করলেও পাঠানের মত ছবিতেও কাজ করতে চান তিনি। বললেন, ‘পাঠান’-এ দীপিকার মতো চরিত্রের জন্য আমায় যদি কেউ বলে, নিশ্চয়ই করব। আমার চরিত্রের গভীরতা কতটা সেটা তো জানা প্রয়োজন।
শুভ্রশ্রী অভিনয় পারেন না বলে এতোদিন যারা মনে করে আসছিলেন, বলে আসছিলেন। সাক্ষাৎকারে তাদের জবাব দিতেও ভুলেননি। নায়িকার ভাষ্য, ‘অনেকেরই ধারণা ছিল শুভশ্রী অভিনয় পারে না, তাই সুযোগও দেয়নি। মানুষের ধারণা ভাঙার জন্য আমি কাজ করতে পারব না। মানুষকে একটু সাহস দেখাতে হবে, যে সাহসটা রাজ চক্রবর্তী দেখিয়েছিল, এই মেয়েটা অভিনয় পারে। ‘পাঠান’-এ দীপিকার মতো চরিত্রের জন্য আমায় যদি কেউ বলে, নিশ্চয়ই করব। আমার চরিত্রের গভীরতা কতটা সেটা তো জানা প্রয়োজন।’
এ দিকে ইন্দুবালা চরিত্রে অভিনয়ের বিষয়ে শুভশ্রী বলেন, ‘নিজেকে ছাড়া এই চরিত্রে আমি আর অন্য কোনো অভিনেত্রীকেই ভাবতে পারছি না এই মুহূর্তে। কারণ, আমার পরিচালকও আমায় এটাই বলেছিলেন যে, এই চরিত্রে তোমায় ছাড়া আর কাউকে ভাবতে পারছি না। ইন্দুবালা শুধু আমিই।’
সিরিজ মুক্তির বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘ইতিবাচক নয়, নেতিবাচক প্রতিক্রিয়াও সমান মান্যতা পাবে। সবার মানসিকতা এক হতে পারে না। সবার পছন্দ হবে, তা তো নয়। সবটাই মাথা পেতে নেব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।