জুমবাংলা ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি, লেখক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মোঃ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৭ আগস্ট) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এই মননশীল আধুনিক কবি বাংলা সাহিত্যে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’ প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
‘কীর্তিনাশা’, ‘খোলা কবিতা’, ‘কপিলা’ ও ‘গাওদিয়া’র মতো আলোচিত কাব্যগ্রন্থগুলো যাঁর হাত দিয়ে রচিত হয়েছে, প্রেম ও দ্রোহের কবি খ্যাত সেই মোহাম্মদ রফিক রবিবার (৬ আগস্ট) বরিশাল থেকে ঢাকায় ফেরার পথে মারা যান।
প্রধানমন্ত্রী তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।