বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর। সবার প্রিয় পছন্দের স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস প্রথমবার বাজারে নিয়ে আসতে চলেছে তাদের সবচেয়ে কম দামী ফোন। যার দাম হতে চলেছে ৩০,০০০ মধ্যে।
এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাস এর ফোন আগে লঞ্চ হয়নি। এখনও পর্যন্ত নর্ড সিরিজের যে ফোনগুলি বাজারে রয়েছে সবই ২০,০০০ টাকার উপরে। জানা যাচ্ছে, চলতি বছরের সেপ্টম্বরের মধ্যে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোনটি।
যে স্পেশিফিকেশন প্রকাশ হয়েছে তাতে জানা গেছে, ওয়ানপ্লাস নর্ড সিরিজের আপকামিং ওই মডেলের ফোনে থাকতে পারে 90Hz এমোলেড আকর্ষণীয় ডিসপ্লে এবং মিডিয়াটেক চিপসেট ব্যাবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।।
৫জি কানেক্টিভিটি, মিডিয়াটেক চিপসেট। থাকতে পারে 50MP ক্যামেরা, যা ফোনটির অন্যতম আকর্ষণ। মূলত ওয়ানপ্লাস -এর বাজেট ফোনগুলির মধ্যে রয়েছে নর্ড সিই। ফোনটির দাম রয়েছে ৩৫ হাজার টাকার কিছু বেশি। কিন্তু ওই ফোনটিও অনেকের পক্ষে সাধ্যের বাইরে। আর সেকারণে নতুন ওয়ানপ্লাস এর আরও একটি মডেল বাজারে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই ফোনটি লঞ্চ করার পিছনে ওয়ানপ্লাস এর অন্যতম লক্ষ্য নিজেদের ব্যবসার প্রসার ঘটানো। কারণ Samsung, Realme, Xiaomi, Oppo, Vivo-র মতো সংস্থাগুলি তুলনামূলক অনেক কম দামে অনেক ভালো স্পেশিফিকেশনের ফোন বিক্রি করছে। সেখানে ওয়ানপ্লাস এর ফোনগুলির দাম অনেকটাই বেশি। সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে ইতিমধ্য়ে nord সিরিজের ফোন আনতে চলেছে ওয়ানপ্লাস । এবার সেখানেই নতুন সংযোজন আপকামিং এই ফোন। ২০,০০০ টাকা বা তারও কমে ফোন বিক্রি করে ভারতের বাজার ধরতে চাইছে ওয়ানপ্লাস ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।