কমদামে রেডমির ৫০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

Redmi 10C

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কমদামে রেডমির ৫০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। বাজারে নতুন স্মার্টফোন এনেছে রেডমি। Redmi 10C এর সুবিধা ও ফিচার ইতিমধ্যেই ফাঁস গিয়েছে নেট দুনিয়ায়। এবার সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল Redmi 10C। নাইজেরিয়ায় বিকিকিনি শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতে Redmi 10 নামে ফোনটি আসতে চলেছে ভারতীয় বাজারে।

Redmi 10C

শাওমি নাইজেরিয়া টুইট করেছে নতুন এই ফোনটি। তিনটি রঙে মিলছে এই ফোন। নচ ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা ও স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। আর কী কী আছে ফোনে? কালো, নীল ও সবুজ- তিনটি রঙে মিলছে রেডমি ১০সি। ৪জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে ফোনে। 4GB RAM + 64GB দাম নাইজেরিয়ায় N৭৮,০০০। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,৪০০ টাকা। 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়ছে প্রায় ১৬ হাজার টাকা।

Redmi 10C স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির স্ক্রিন। নচ ডিজাইন। ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর (Qualcomm Snapdragon 680)। ধারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। খানিকটা রিয়ালমি নার্জো ৫০এ (Realme Narzo 50A)-র মতো দেখতে।

দামি ক্যাপ পরে ভাইরাল কারিনা

ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। প্রধান লেন্স ৫০ মেগাপিক্সেল। ভারতে রেডমি ১০ নামে ফোনটি লঞ্চ হতে পারে। ১৭ মার্চ ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে ফোনটি। এখনও পর্যন্ত অবশ্য সব ফিচার জানায়নি সংস্থা। তবে এটা নিশ্চিত করেছে ভারতে রেডমি ১০ নামে লঞ্চ হতে চলেছে।