Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কম্পিউটার বা ল্যাপটপের গতি বাড়ানোর উপায়
    Technology News Tips and Tricks বিজ্ঞান ও প্রযুক্তি

    কম্পিউটার বা ল্যাপটপের গতি বাড়ানোর উপায়

    Zoombangla News DeskNovember 7, 2021Updated:November 7, 20216 Mins Read
    Advertisement

    প্রযুক্তিনির্ভর দুনিয়ায় কম্পিটার ছাড়া জীবন যেন অসম্পূর্ণ। বোকাবাক্সে বন্দি পুরো দুনিয়া। একটি ক্লিকের মাধ্যমেই বিশ্বের যে কোনো প্রান্তের খবরাখবর জানতে পারবেন। কিংবা ইন্টারনেট ব্যবহার করে আপনার অজানা যতো কিছু আছে সবই জেনে নিতে পারবেন এক মুহূর্তেই।

    তবে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ একটু পুরোনো হলেই গতি কমে যায়। নিয়মিত অ্যান্টি ভাইরাস না দেওয়া হলে কিংবা ভারি ভারি সফটওয়্যার স্টোরেজ করার জন্যও পিসি স্লো হতে পারে। বিশেষ করে অ্যাডোবি ফটোশপ বা ভিডিও এডিটিংয়ের মতো সফটওয়্যারগুলো।

    ফোনের মতো ঘন ঘন কম্পিউটার পাল্টানো তো আর সম্ভব না। তাই পুরোনো কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য কিছু নিয়ম বা কৌশল অনুসরণ করতে পারেন। আবার অনেক সময় নতুন কেনা পিসিও আপনার সঙ্গে শত্রুতা করতে পারে।

    কম্পিউটার বা ল্যাপটপের গতি বাড়ানোর উপায়
    প্রতীকী ছবি

    কম্পিউটারের গতি কমে যাওয়ার কারণ

    এছাড়াও আমরা যখন কম্পিউটার অন করি সাথে সাথে অনেক গুলো প্রোগ্রাম অন হয়। সেগুলোর কারণেও কম্পিউটারের সার্টআপ টাইম বেশি লাগে। ‍স্টার্টআপ এ কোন কোন প্রোগ্রাম লোড হয়েছে তা দেখার জন্য Start মেনু থেকে Run-এ ক্লিক করুন অথবা শর্টকাট কি Windows key+R প্রেস করুন

    একটি ডায়ালগ বক্স আসবে এর টেক্সট বক্সে টাইপ করুন `Configure’ এবার ok বাটনে ক্লিক করুন। System Configuration utility নামের একটি উইন্ডো ওপেন হবে। এবার উইন্ডোটির startup ট্যাবে ক্লিক করুন।

    কম্পিউটার স্টার্ট হওয়ার সময় যত প্রোগ্রাম লোড হয় তার একটি লিস্ট দেখা যাবে। প্রতিটি প্রোগ্রামের নামের বাম পাশে টিকচিহ্ন দেওয়ার ব্যবস্থা আছে। এথান থেকে অপ্রয়োজনীয় ফাইল গুলো আনচেক করে দিন। (এখানে যে পদ্ধতিটি বলা হয়েছে তা সকল উইন্ডোজে কাজ নাও করতে পারে।

    ভাইরাসের কারণেও কম্পিউটার স্লো অথবা হ্যাং করে। তাই ভাইরাস মুক্ত রাখার জন্য ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করতে হবে। এবং নিয়মিত কম্পিউটার স্ক্যান করতে হবে। বর্তমানের লেটেশ এন্টিভাইরাসে ডিস্ক ক্লিন আপ নামের একটি অপশন পাওয়া যায়, যেটি ব্যবহার করে কম্পিউটারের গতি বৃদ্ধি করা যায়।

    অতিরিক্ত ক্যশ জমা হওয়ার কারণে ব্রাওজার স্লো কাজ করে। যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করা হয় তখন তা মেমোরির একটি অংশ দখল করে রাখে। পরে অন্য সাইট খুললেও ক্যাশ মেমোরি আগের ওয়েবসাইটটি মনে রাখে এবং কম্পিউটারের গতি হ্রাস করে। তাই ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে ক্যাশ মেমোরি পরিছন্ন রাখুন।

    স্মার্টফোনে দ্রুত চার্জ দেওয়ার উপায়

    ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করার জন্য ব্রাউজারের মেনু থেকে সিলেক্ট করুন History> Show All History Library নামে একটি উইন্ডো ওপেন হবে। এতে প্রদর্শিত ফাইলগুলো ডিলিট করে ক্যাশ মেমোরি ফ্রি রাখুন।

    অনেক সময় আমরা অপ্রয়োজনীয় অনেক সফটওয়ার ইনস্টল করে রাখি, যার ফলে কম্পিউটার স্লো হয়ে যায়। যেসব প্রোগ্রাম আপনি কখনোই ব্যবহার করেন না কিংবা আগে ব্যবহার করতেন কিন্তু এখন ব্যবহার করেন না, এ ধরনের প্রোগ্রাম সিস্টেম থেকে রিমোব বা আনইনস্টল করে ফেলুন। ফলে সিস্টেমের ফ্রি স্পেস বেড়ে যাবে এবং গতি বৃদ্ধি পাবে।

    অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনইনস্টল করার জন্য Start>Control Panel> Add Or remove programs এ ক্লিক করুন। একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রামটির নামের ওপর ডাবল ক্লিক করে প্রোগ্রামটি সিস্টেম থেকে রিমুব করে দিন।

    কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য RAM এর ভূমিকা গুরুত্ব পূর্ণ। উচ্চ গতিসম্পন্ন কম্পিউটারের স্বাদ পেতে RAM এর কোনো বিকল্প নেই। তাই আপনার কম্পিউটারের RAM যদি কম থাকে তাহলে RAM বৃদ্ধি করে কম্পিউটারের স্পিড কয়েকগুণ বাড়িয়ে নিতে পারেন। RAM বাড়ানোর ফলে মাল্টিটাস্কিং অর্থাৎ এক সঙ্গে অনেকগুলো প্রোগ্রাম অনায়েসে রান করতে পারবেন এবং ইন্টারনেট ব্রাউজিং এর গতি বৃদ্ধি পাবে।

    হার্ডডিস্কের ড্রাইব ডিফ্র্যাগ করে কম্পিউটারের গতি বৃদ্ধি করা যায়। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কম্পিউটারের ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাটাগুলো এক জায়গায় এনে পিসির পারফরমেন্স বা অ্যাকসেস গতি বাড়িয়ে দেয়। প্রতি সপ্তাহে অন্তত একবার ডিস্ক ডিফ্র্যাগ করলে সিস্টেমের গতি অনেক বেড়ে যায়।

    এজন্য Start মেনু থেকে Accessories>System>Tools>Disk Defragmenter-এ ক্লিক করুন। ডিস্ক ডিফ্র্যাগ উইন্ডো অপেন হবে। এতে ড্রাইব সিলেক্ট করে Start বাটনে ক্লিক করুন। ডিস্ক ডিফ্র্যাগ শুরু হয়ে যাবে এবং কিছু সময় নিবে।

    হার্ডডিস্কের ড্রাইব ফুল হয়ে যাওয়ার কারণেও কম্পিউটারের গতি হ্রাস পায়। তাই প্রত্যেক ড্রাইবের ফ্রি স্পেস ১০ জিবির উপরে খালি রাখুন। এতে সিস্টেমের ফারফরমেন্স ঠিক থাকবে।

    দেখা যায় একটি ট্যাব খোলার পর ভিজুয়াল হতে এতো বেশি সময় নেয় যে, মোটামুটি ধৈর্য্যের পরীক্ষা দিয়ে দেন। নতুন হোক বা পুরোনো পিসি স্লো হলে যেসব উপায়ে এর গতি বাড়াতে পারবেন জেনে নিন-

    কম্পিউটারে কখনও থিম, অ্যানিমেটেড ওয়ালপেপার ইন্সটল করা উচিত নয়। থিম কম্পিউটারকে অনেক স্লো করে দেয়।

    রিসাইকেল বিন সব সময় ফাঁকা রাখুন। রিসাইকেল বিনে কোনো ফাইল রাখবেন না।

    পারর্ফমেন্স বুস্টার সফটওয়্যার থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজ ১০ এর গতি বৃদ্ধি করে এবং জঞ্জাল পরিস্কার করে।

    এরকম অনেক সফটওয়্যারের আড়ালে থাকতে পারে ম্যালওয়্যার। চাইলে আইলো সিস্টেম মেকানিক সফটওয়্যারটি নামাতে পারেন। অথেন্টিক সফটওয়্যারটি কিনতে খরচ হবে ৪০ ডলার।

    যে অ্যাপগুলো ইনস্টলড আছে সেগুলোও অনেক জায়গা দখল করে রাখে। এতে পিসি ওপেন হতে সময় বেশি লাগে। র্যামেরও উপরেও চাপ পরে। তাই অপ্রোয়জনীয় অ্যাপগুলো আনইনস্টল করতে হবে।

    এজন্য প্রথমে Windows logo Start button এ রাইট ক্লিক করতে হবে। এরপর Apps and Features এ ক্লিক করলে ইনস্টলড অ্যাপের লিস্ট পাওয়া যাবে। সেখানে অ্যাপের নামের উপর ক্লিক করলেই আনইনস্টলের অপশন পাওয়া যাবে।

    এছাড়াও Control Panel অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো ডিলেট করা যাবে।স্টার্ট আপ প্রোসেসপিসি স্টার্ট করা মাত্র অনেক প্রোগ্রাম চালু হয়ে যায়। এগুলো বন্ধ করতে টাস্ক ম্যানেজার চালু করতে হবে। Ctrl-Shift-Esc চাপলেই প্রোগ্রামটি চালু হবে।

    এরপর Startup column সেকশনে ক্লিক করতে হবে। এতে থাকা প্রোগ্রাম লিস্টের উপর রাইট ক্লিক করলে disabled অপশনটি আসবে। এতে ক্লিক করলেই প্রোগ্রামটি আর পিসি চালু করার সময় হাজির হবে না।

    ডিস্ক অনেক অপ্রয়োজনীয় ফাইল, অফলাইন ওয়েব পেইজ ও ইনস্টলার ফাইল থাকে। এগুলো ডিলেট করতে Start menu-তে গিয়ে Disk Cleanup টাইপ করতে হবে। এই প্রোগ্রামের মাধ্যমে পিসিতে থাকা ৪টি ড্রাইভই একে একে বেছে নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা যাবে।

    স্টেট ড্রাইভ পিসিতে যুক্ত করলে তা পিসির গতি অনেক বাড়িয়ে দেয়। পুরোনো পিসির গতি বাড়াতে অনেকেই আলাদাভাবে এসএসডি কার্ড কেনেন। এসএসডি কার্ড যুক্ত পিসিতে অ্যাডোবি ফটোশপের মতো সফটওয়্যারও লোড হয় দ্রুত গতিতে। ধারণক্ষমতা ভেদে এসএসডি কার্ডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

    ভাইরাস চেকম্যালওয়্যার ঠেকাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসিতে বিল্ট-ইন ডিফেন্ডার থাকে। থার্ড পার্টি অ্যাপ নামিয়েও ভাইরাস আছে কিনা তা জানা যায়। এমনই একটি থার্ড পার্টি অ্যাপ হলো ম্যালওয়্যারবিটস অ্যান্টি-ম্যালওয়্যার। এটা ফ্রিতেই অ্যান্টি-ম্যালওয়্যার প্রোটেকশন দেবে।

    টিপস অ্যান্ড নোটিফিকেশন বন্ধ করা পিসির গতি বাড়াতে অন্যতম এক উপায়। অসংখ্য অ্যাপ ইনস্টল করা মানেই অগণিতবার নোটিফিকেশন পাওয়া। নোটিফিকেশনগুলো অফ রাখতে Settings অ্যাপে ক্লিক করতে হবে। এরপর সার্চ বারে গিয়ে Choose which apps show notifications লিখে টাইপ করতে হবে। এরপর স্ক্রল করে দেখা যাবে কোন কোন অ্যাপ নোটিফিকেশন পাঠায়। নোটিফিকেশন অফ করতে অ্যাপের পাশে থাকা টগল বাটনটি অফ করতে হবে। এতে অসময়ে যখন তখন আর নোটিফিকেশন আসবে না।

    এছাড়াও Start থেকে Run-এ ক্লিক করে একেক করে Prefetch, temp, %temp%, cookies, recent লিখে ok করুন। ফোল্ডারগুলো খুললে সবগুলো ডিলিট করে ফেলুন। কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র্যামের কার্যক্ষমতা বাড়বে।

    অতিরিক্ত ধুলাবালির জন্য কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। এজন্য মাসে অন্তত একবার হলেও সিপিইউ খুলে এর ধুলাবালি পরিষ্কার করা উচিত।

    মাসখানেক পর পর কম্পিউটারের র্যাম খুলে পরিষ্কার করে আবার লাগান, তাতে মাঝে মাঝে রিস্টার্ট হওয়া কিংবা ডিসপ্লে না আসার সমস্যা কমবে।

    ১ মাস পরপর আপনার ইন্টারনেট ব্রাউজিং হিস্টোরি এবং কুকিস মুছে ফেলুন। তাতে আপনার ব্রাউজারের গতি বাড়বে। একসঙ্গে ব্রাউজারে বেশি ট্যাব খুলে রাখবেন না। যে ট্যাবটি দরকার শুধু সেটিই খুলুন। কাজ শেষ হলে পুরোনোটা কেটে আবার নতুন একটি খুলুন। আর ব্রাউজারে অ্যাডস অন ব্যবহার করবেন না।>অটোমেটিক আপডেট এবং ফায়ারওয়াল অফ করে রাখুন।

    শীতে পা ও ত্বক ফাটা দূরব করার সহজ উপায়

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও news technology tips tricks উপায়, কম্পিউটার গতি প্রভা প্রযুক্তি বা বাড়ানোর বিজ্ঞান ল্যাপটপের
    Related Posts
    পৃথিবী

    পৃথিবী কি আসলেই গোল? রইল এই গ্রহটি সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য

    October 12, 2025
    স্মার্ট হোম ডিভাইস

    দিওয়ালি সেল ২০২৫: ৫,০০০ টাকার মধ্যে ৫টি স্মার্ট হোম ডিভাইস যা মিস করবেন না

    October 12, 2025
    মঙ্গলে পানি

    মঙ্গলে তরল পানির হ্রদ: নাসার নতুন আবিষ্কারে বদলে গেল জীবন সন্ধানের সম্ভাবনা

    October 12, 2025
    সর্বশেষ খবর
    TPUSA halftime show

    Creed to Perform at TPUSA as Bad Bunny Super Bowl Row Continues

    US tariff hikes

    US Tariff Hikes Spark Economic Concerns from Indian State Leader

    Charlie Kirk homework

    Why a Viral Homework Quiz Is Asking 5th Graders About Charlie Kirk’s Legacy

    YouTube Second Chance Program

    YouTube Launches “Second Chance” Program for Banned Creators

    Autism Theory

    Trump Team’s New Autism Theory: Circumcision Link After Tylenol Blame

    Luna arrested

    Bold & the Beautiful: Chief Baker Arrests Luna, Shocking Sheila

    Tom Brady son Jack

    How Tom Brady and Gisele Bündchen Co-Parent with Bridget Moynahan

    illegal immigration crackdown

    New York “No Name Given” License Sparks Federal Immigration Clash After Trucker’s Arrest

    ওয়েব সিরিজ

    সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না

    IDEMITSU Honda India

    Honda India Riders Advance in Asia Road Racing Championship

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.