লাইফস্টাইল ডেস্ক : বর্তমান যুগে নিজে জমি কিনে স্বপ্নের বাড়ি তৈরির স্বপ্ন অনেকেই দেখেন না আর। তার একটা বড় কারণ যদি জমির দাম হয়, তবে সামনে দাঁড়িয়ে থেকে বাড়ি বানানোর মতো সময়ের অভাবের কারণও অগ্রাহ্য করা যায় না। তাই এখন সিংহভাগ মানুষের সাধ মেটে ফ্ল্যাটবাড়িতেই। কিন্তু সেখানেও বড় ঘর আর সবসময় কোথায় পাওয়া যায়! কর্মব্যস্ততায় সারা সপ্তাহ কাটানোর পর ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর সেরা জায়গা বাড়ির ডাইনিং রুম। এক টেবিলে বসে খেতে খেতে গল্প করার মজাই আলাদা৷ তাই পরিবারের বন্ধন অটুট রাখে যে জায়গা, তাকে কি এলোমেলো করে রাখা যায়? না না বেশি খরচ নয়। কম খরচেই আপনি মনের মতো করে সাজিয়ে নিতে পারেন আপনার ডাইনিং রুমটি। কীভাবে?
কম খরচে ঘর সাজাতে প্রথমেই কিনে ফেলুন নতুন নতুন ডিজাইনের কার্পেট৷ ঢেকে দিন খাবার ঘরের মেঝে৷ তবে ঘরের আলোও কিন্তু ঘরের সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ডাইনিং রুমে চিরাচরিত আলো একদম নয়। হালফিলের সুন্দর ডিজাইনিং আলো লাগান৷ প্রয়োজনে কম ওয়াটের বালবও ডাইনিং রুমকে সুন্দর করে তুলতে পারে। আয়নার সঠিক ব্যবহারও আপনার খাবার ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে।
মনে রাখবেন শুধু ঘর সাজালেই চলবে না৷ সাজাতে হবে ডাইনিং টেবিলকেও৷ নইলে ঘরের সাজই মাটি৷ তাই ন্যাপকিনের রিং, চামচ কিংবা থালা ব্যবহারে বৈচিত্র্য রাখার কথা ভাবুন। গোলের পরিবর্তে ব্যবহার করুন চৌকো থালা, বাটি৷ তাতে অনেকটাই আধুনিক বলে মনে হবে আপনাকে৷ ফল ফ্রিজে না রেখে টেবিলের উপর রাখতে পারেন৷ কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ফলের ঝুড়ির নকশা যেন অভিনব হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।