টেকনো স্মার্টফোন ব্র্যান্ড বিশ্বব্যাপী নিজেদের শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে চায়। তারা চায় যেন বিশ্বের সব জায়গায় তাদের কাস্টোমার থাকে। এজন্য টেকনো কেমন ১৯ প্রো এর মতো স্মার্টফোন ভালো দামে তারা মার্কেটে রিলিজ করেছে। এখন তারা Tecno Phantom X2 5G হ্যান্ডসেট বাজারে বের করার প্রস্তুতি নিচ্ছে।
Tecno Phantom X2 5G স্মার্টফোনে 5G এর ফিচার থাকবে। অনন্য সুন্দর ডিজাইন এবং শক্তিশালী ক্যামেরার জন্য হ্যান্ডসেটটি মার্কেটে জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি এই স্মার্টফোনটি এফসিসি সার্টিফিকেশন অর্জন করতে সক্ষম হয়েছে। এটির আরও একটি ভ্যারিয়েন্ট বাজারে থাকবে। ওই ভ্যারিয়েন্ট এর নাম হবে Phantom X2 Pro 5G Monikers।
ইন্টারনেটে প্রকাশিত তথ্য অনুযায়ী টেকনোর এই স্মার্টফোন এ শক্তিশালী ক্যামেরা মডিউল থাকতে যাচ্ছে। স্মার্টফোনের পেছনে এলইডি ফ্ল্যাশ লাইট এর সাথে তিনটি ক্যামেরা দেওয়া থাকবে। স্মার্টফোনটির মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল হতে পারে।
ক্যামেরায় অটোফোকাস ফিচার এবং এনএফসি কানেকশনের অপশন এ হ্যান্ডসেটে পাওয়া যাবে। এফসিসি সার্টিফিকেশন এর তালিকায় দেখা যায় যে ৫০৪০ মেগাহার্জের বিশাল ব্যাটারি এই স্মার্টফোনকে পাওয়ার প্রদান করবে।
পাশাপাশি ৪৫ ওয়াটা এর ফাস্ট চার্জিং অপশন তো আছেই। জানা গেছে এ ডিভাইসে ব্লুটুথ এর সর্বশেষ ৫.৩ ভার্সনটি ইন্সটল করা থাকবে। বর্তমানে মার্কেটের খুব কম স্মার্টফোনেই ব্লুটুথ এর সর্বশেষ ভার্সনটি পাওয়া যাবে।
তবে টেকনো এর স্মার্টফোনে ডাইমেনসিটি ৮০০০ বা ৮১০০ এর কোন চিপসেট ব্যবহার করা হবে তা এখনো নিশ্চিত নয়। তবে এ প্রসেসরটি খুবই শক্তিশালী তাতে কোন সন্দেহ নেই।
Tecno Phantom X2 5G স্মার্টফোনের দাম হতে পারে ২৬ হাজার রুপি ও ৩২ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।