কয়েক মাসের মধ্যেই জীবনযাত্রার খরচ আরও বাড়বে: ড. আতিউর রহমান

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছে তার কারণে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়বে। বাড়বে পরিবহনের খরচ। পাশাপাশি বাড়বে সব ধরনের আমদানি করা পণ্যের দাম। ফলে আগে থেকেই সামষ্টিক অর্থনৈতিক চাপে থাকা বাংলাদেশেও জ্বালানি তেল ও জীবন-যাপনের খরচ বাড়বে। ফলে আগামী কয়েক মাসে পারিবারিক পরিকল্পনাই এই হিসাবটি যারা মাথায় রাখবেন তারা বাকিদের চেয়ে কৌশলী উদ্যোগ নিতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস।’

আজ (১৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমিতে আয়োজিত বিরূপাক্ষ পাল রচিত ‘সহজ কথায় অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আতিউর রহমান বলেন, ‘সাম্প্রতিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে এগুলো কঠিন মনে হলেও দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জন্য সব সুফল বয়ে নিয়ে আসবে। কিছুদিন আগে আমাদের সাথে এ বিষয়ে পরামর্শ মূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেও আমরা মূল্যস্ফীতি এবং ডলার বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছি।’

বিশেষ অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত সিনিয়র সাবেক সচিব আব্দুস সামাদ ফারুক বলেন, ‘মানুষ একটি অর্থনৈতিক জীব। মানুষের প্রত্যেকটি কাজের মধ্যেই অর্থনীতির ছাপ রয়েছে। অর্থই সবকিছুর কান্ডারী আবার অর্থই অনর্থের মূল। আমরা অযথাই অর্থনীতিকে কঠিন বিষয়ে মনে করি কিন্তু এটা আসলে এত কঠিন নয়। প্রয়োজনীয় অর্থনৈতিক বিষয়গুলো আমাদের সকলকেই জানা উচিত।’

বইয়ের লেখক বিরূপাক্ষ পাল বলেন, ‘অর্থনীতির সাথে মানুষের দেহের খুবই সুন্দর একটি সামঞ্জস্য রয়েছে। দেহের একটি অঙ্গের সাথে যেমন অন্যগুলো নিবিড় ভাবে সম্পর্কিত ঠিক তেমনিভাবে অর্থনীতির একটি অঙ্গের সাথে অন্য অঙ্গের দৃঢ় সম্পর্ক রয়েছে। প্রত্যেকটি মানুষেরই স্বাস্থ্য বিনোদন এবং অর্থনীতির সাথে খুবই শক্ত বন্ধন আছে। এটি প্রতিদিনের জীবনের সাথে জড়িত। আমি চাই আমার নিজের ভাষায় রচিত এই বইটিকে ইংরেজিতে অনুবাদ করতে এবং আমার অন্য ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য পড়ার সুযোগ তৈরি করে দিতে।’

সহজ কথায় অর্থনীতি বইটির মোড়ক উন্মোচনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদা। আরও উপস্থিত ছিলেন আলোঘর প্রকাশনার স্বত্বাধিকারী মো. শহীদুল্লাহ।