জুমবাংলা ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা অজিতগুহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলকাসুর রহমান মারা গেছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় কুমিল্লা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসিইউতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি জেলা বাকশিস এর প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন।
তার মেয়ে ডা. মৌসুমি ও জামাতা ডা. শাওন জানান, গত ১৩ জুন শনিবার সন্ধ্যা থেকে শ্বাস কষ্টের সমস্যা নিয়ে বাবাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল।
আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান বিল্লাল হোসেন মজুমদার (৫৭)। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চেয়ারম্যানের আত্মীয় ও স্থানীয় গালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন বাহার জানান, গত বুধবার বিল্লাল চেয়ারম্যান স্ট্রোক করার পর তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা তাঁর করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়।
পরে বৃহস্পতিবার তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার বিকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্বীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন। বাদ এশা স্বাস্থ্য বিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।