জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জে এবার করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন জেলার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফ আহমেদ জনি।
আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় পর পর দু’বার তার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় সোমবার কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।
এর আগে গত শনিবার কিশোরগঞ্জের প্রথম করোনা জয়ী রোগী হিসেবে ইটনা উপজেলার বেতাগা গ্রামের সাবেক মেম্বার আব্দুর রশিদ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মনজুরুল হক জানান, করোনা আক্রান্ত হয়ে ওই চিকিৎসক গত ১৫ এপ্রিল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন।
১৮ এপ্রিল ও ২৩ এপ্রিল দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেয়া হয়ে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ২৬ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
এ ছাড়া নমুনা পরীক্ষায় এ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় ১৭৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সোমবার বিকাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী নমুনা পরীক্ষায় কিশোরগঞ্জ জেলায় ১৯২জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।