জুমবাংলা ডেস্ক : করোনা মহামারির মধ্যেও বরিশালের আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যক্রমের দায়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে যৌনকর্মী ও খদ্দের রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর লঞ্চঘাটের হোটেল সি প্যালেস ও হোটেল স্বাগতম থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, নগরীর লঞ্চঘাটে হোটেল সি প্যালেস ও হোটেল স্বাগতমে অভিযান চালায় সেখান থেকে পতিতা ও খদ্দেরসহ ৩ জন,স্বামী-স্ত্রী পরিচয়দানকারী ২জনসহ মোট ৫ জনকে আটক করে মহানগর ডিবি পুলিশের একটি টিম।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর আবাসিক হোটেলগুলোতে এখন চলছে তাদের অভিযান। তবে এ রির্পোট লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেও থেমে নেই বরিশাল শহরের আবাসিক হোটেলগুলোর দেহ ব্যবসা ও মাদক বাণিজ্য। সারা দেশে প্রশাসন ব্যাস্ত সময় পার করছে মহামারী করোনা ভাইরাস সতর্ক নিয়ে। ঠিক সেই সুযোগে নীরবে অসামাজিক কাজ চালিয়ে আসছে কিছু অসাধু লোক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।