স্পোর্টস ডেস্ক : লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ করোনা নেগেটিভ হয়েছেন। খুব দ্রুতই রেডসের অনুশীলন ফিরবেন এই মিশরীয় তারকা, এমন তথ্য নিশ্চিত করেছেন ম্যানেজার জার্গেন ক্লপ। গত সপ্তাহে মিশরের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় করোনায় আক্রান্ত হন সালাহ। যে কারণে মিশরের দুটি ম্যাচ ছাড়াও প্রিমিয়ার লিগে লিস্টারের বিপক্ষে লিভারপুলের ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে ছিলেন না।
এ সম্পর্কে ক্লপ বলেছেন, ‘আমি এটাই শুনেছি যে সালাহ নেগেটিভ হয়েছে। আশা করছি এখন তার সব পরীক্ষাই স্বাভাবিক আসবে। সোমবার উয়েফার পরীক্ষা আছে এবং সেখানেও তার সবকিছু ভালই হবে বলে আমার বিশ্বাস। সে এখন আমাদের সাথে অনুশীলন করতে পারবে। আগামী দুই দিনে অবশ্য তাকে আরো দুটি পরীক্ষায় পাস করতে হবে।’
ক্লপ আরো নিশ্চিত করেছেন লিস্টারের বিপক্ষে মিডফিল্ডার নেবি কেইটা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। এর ফলে লিভারপুলের ইনজুরির তালিকা আরো দীর্ঘ হলো। ৫৩ মিনিটে কেইটাকে উঠিয়ে নেকো উইলিয়ামসকে মাঠে নামানো হয়েছিল। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল আটালান্টার মোকাবেলা করবে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool