জুমবাংলা ডেস্ক : দেশের ১৭০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ)। সংগঠনের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ সোমবার (২০ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে জানান, এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা এর বাইরে। সে সংখ্যাটা যোগ হলে চিকিৎসকসহ মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক বেড়ে যাবে।
বিডিএফের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪৩ চিকিৎসক। এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৮ জন।
অপরদিকে, ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত হয়েছেন ৭ জন, চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হওয়া ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালে এবং আরেকজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন, খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন, বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৬ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel