Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম। তিনি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স।
এর আগে গত সোমবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০)।
ফার্সের খবরে আরো বলা হয়েছে, দেশটির আট শতাংশ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, এ ভাইরাসে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ১১০ জন মারা গেছেন। যা চীনের বাইরে এটাই দ্বিতীয় সর্বোচ্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



