আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি চীনের নাগরিক। ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম নারীর সঙ্গী ছিলেন ওই ব্যক্তি। সেই নারীও চীনের নাগরিক।
জানা গেছে, চীনের উহান শহরের বাসিন্দা ছিলেন মৃত ওই ব্যক্তি। গত ২১ জানুয়ারি হংকং থেকে তিনি চীনে প্রবেশ করেন।
চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার অবস্থার উন্নতি হচ্ছিল। তবে মারা যাওয়ার আগে ২৪ ঘণ্টা তার অবস্থার অবনতি ঘটতে থাকে।
তারা আরো বলছেন, ওই ব্যক্তির সর্দি-কাশির পাশাপাশি নিউমোনিয়া ছিল। ব্যাপক শ্বাসকষ্টে ভুগে তিনি মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


