নোবিপ্রবি প্রতিনিধি: দেশের বর্তমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর মেশিন ব্যবহার করে করোনা শনাক্তকরণে সরকারি প্রয়াসের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, করোনা শনাক্তকরণ কার্যক্রমে যুক্ত হতে গত ১০ এপ্রিল নোয়াখালী জেলা প্রশাসক বরাবর এবং ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বরাবর চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর দেওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত চিঠি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও মাইক্রোবায়োলজি বিভাগে দুটি আরটি-পিসিআর মেশিন রয়েছে। এ ছাড়াও মাইক্রোবায়োলজি বিভাগে রয়েছে বায়োসেইফটি লেবেল- ২ কেবিনেট।
করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা চালানোর জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি, টেস্ট কিট এবং দক্ষ টেকনিশিয়ান সহযোগে নোয়াখালীতে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের সহযোগিতায় করোনাভাইরাস শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন বলেন, আমরা নোয়াখালী জেলা প্রশাসক এবং সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করেছি। সরকার চাইলে আমরা আগ্রহী।
অধ্যাপক ড. সেলিম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ এবং মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে দুটি আরটি-পিসিআর মেশিন রয়েছে। করোনা শনাক্ত করতে অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনীয় কেমিক্যালস কিট, সরবরাহ ও ল্যাবের কিছু রিনোভেশন সাপেক্ষে ল্যাবটি করোনা শনাক্তকরণে ব্যবহার করা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।