আন্তর্জাতিক ডেস্ক : করোনা মোকেবেলোয় লন্ডনে স্বেচ্ছাসেবীদের প্রত্যেককে ৪৬০০ ডলার করে দেওয়া হবে বলে বলছে যুক্তরাজ্য। নিজের শরীরে করোনাভাইরাস ঢুকালেই সাড়ে চার হাজার ডলার দেওয়ার কথা জানিয়েছে লন্ডন।
করোনা ঝুঁকি কমাতে এরই মধ্যে ৩০ লাখ স্বেচ্ছাসেবকের বিশাল এক বাহিনী প্রস্তুত করছে যুক্তরাজ্য। স্বেচ্ছাসেবকের দলকে দু সপ্তাহের জন্য তাদের ব্যক্তিগত কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেই সাথে কারো দেখা সাক্ষাত বন্ধ করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) তত্ত্বাবধানে তাদেরকে খুব শীঘ্রই মাঠে নামানো হবে। হাসপাতাল, নার্সিং হোম এবং কমিউনিটি সেন্টারে সময় দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে তাদেরকে। চাকরিজীবিদেরকেও একমাসের জন্য তাদের অফিস বাদ দিয়ে সময় দেওয়ার কথা বলা হচ্ছে।
এ পর্যন্ত করোনাতে ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গোটা বিশ্বে লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে প্রায় ৪ হাজার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



