in

করোনামুক্ত হলেন রণবীর কাপুর

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রণবীর কাপুর করোনামুক্ত হয়েছেন।  শনিবার ভারতীয় এক সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন তার কাকা রণধীর কাপুর।

কয়েক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়েছিলেন  এ তারক।

রণধীর বলেন, ‘পুরোপুরি সুস্থ রণবীর। ঠিক আছে ও। আমার সঙ্গে দেখা হয়েছে।’

তবে রণবীর যে সুস্থ হয়ে উঠেছেন তার আভাস ভক্তরা আগেই পেয়েছিলেন।

রণবীরের দিদি রিধিমা কাপুর সাহানি বৃহস্পতিবার একটি ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া সেই ছবিতে দেখা যায় মাস্ক পরে রয়েছেন রিধিমা এবং তার পাশে চশমা পরে বসে রণবীর।

প্রয়াত ঋষি কাপুরের আত্মার শান্তি কামনায় পূজার আয়োজন করেছিল কাপুর পরিবার। সেই সেখানে উপস্থিত ছিলেন রণবীর।  সূত্র : আনন্দবাজার।