বিনোদন ডেস্ক : অ্যাঞ্জেলিনা জোলি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন ইরানের তরুণী সাহার তাবার। তড়িঘড়ি করে মাত্র ২২ বছর বয়সেই ৫০টা অপারেশন করান মুখ ও শারীরিক গঠনের বদলানোর জন্য।
এরপর সাহার যেরকম দেখতে হন তা দেখে আঁতকে ওঠেন সকলে। মাত্র ২২ বছরেই শীর্ণ কঙ্কালসার হয়ে যান তিনি। সকলেই তাকে কঙ্কাল বলতে শুরু করে। তবে ইনস্টাগ্রামে খুবই পপুলার ছিলেন সাহার। অসংখ্য তার ফলোয়ার। নিজের লুক ইনস্টাগ্রামেই শেয়ার করতেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি ছড়ানোর জন্য তাকে একবার গ্রেফতার করে পুলিশ। কোনও জনপ্রিয় ব্যক্তিত্বের চেহারা নিয়ে এভাবে মশকরা করা অন্যায়, এই অভিযোগে গ্রেফতার হন সাহার।
এছাড়াও এরকম ছবি আপলোড করে সেখান থেকে তিনি টাকা আয় করতেন। প্রায় বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা করে ইরান পুলিশ।
ইরানে করোনার প্রকোপ কারোর অজানা নয়। ইরানের জেলেই এবার করোনা আক্রান্ত সাহার। তার আইনজীবী বহুবার সাহার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
আইনজীবীর দাবি, এখন গুরুতর অসুস্থ সাহার। তার ভেন্টিলেটর প্রয়োজন। ইরানের প্রায় ৮৫ হাজার বন্দি করোনায় আক্রান্ত হয়। তাদের মধ্যে বেশ কিছু সুস্থও হয়েছে। এখনও প্রায় ৭৭ হাজার মানুষ ইরানে করোনায় আক্রান্ত। গত বছর অক্টোবরে গ্রেফতার হন সাহার। সেই থেকে জেলেই আছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।