
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের এএসআই (সশস্ত্র) মোঃ দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) মারা গেছেন। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
Advertisement
দলিল উদ্দিন করোনা আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল রাতে তিনি মৃত্যুবরণ করেন।
দলিল উদ্দিনের বাড়ি যশোর জেলার কোতয়ালি থানার নওদা গ্রামে।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৬৬ জন সদস্য করোনায় মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


